ইয়াসির-তাসামুলের শতরানের জুটি

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের খেলাও পড়েছে বৃষ্টির বাধায়। সিলেট-রাজশাহী ম্যাচে ২৭.৩ ওভার খেলা হয়েছে। তবে চট্টগ্রাম-রংপুর ম্যাচে খেলা হয় ৮৭ ওভার। শতরানের জুটিতে সিলেটে চট্টগ্রামকে ভালো অবস্থানে রাখেন ইয়াসির আলী-তাসামুল হক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2016, 11:55 AM
Updated : 25 Sept 2016, 12:36 PM

চট্টগ্রাম-রংপুর

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮৭ ওভারে ৫ উইকেটে ২৯৪ রান করে চট্টগ্রাম।

উইকেটে থিতু হয়ে ফিরেন চট্টগ্রামের টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। ২০ বলে ২৩ রান করে শুরুতেই বিদায় নেন মাহবুবুল করিম।

অর্ধশতকের দিকে যাওয়া অধিনায়ক মুমিনুল হক ৪৬ ও নাজিম উদ্দিন ৪৩ রান করে ফিরেন।

১২১ রানে প্রথম তিন ব্যাটসম্যানকে হারানো চট্টগ্রাম প্রতিরোধ গড়ে ইয়াসির-তাসামুলের ব্যাটে। চতুর্থ উইকেটে এই দুই জনে গড়েন ১২৪ রানের জুটি। ৫২ রান করে তাসামুল রান আউট হলে ভাঙে চমৎকার এই জুটি।

শতকের সম্ভাবনা জাগানো ইয়াসির ফিরেন ৯০ রানে। ১৫১ বলে খেলা তার ইনিংসটি গড়া ১২টি চার ও দুটি ছক্কায়।

সাজ্জাদুল হক ১০ ও ইরফান শুক্কুর ১৮ রানে ব্যাট করছেন।

৪৯ রানে দুই উইকেট নিয়ে রংপুরের সেরা বোলার আলাউদ্দিন বাবু। একটি করে উইকেট নেন শুভাশীষ রায় ও মাহমুদুল হাসান।

সিলেট-রাজশাহী

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ২৭.৩ ওভারে ২ উইকেটে ৯৪ রান করে স্বাগতিক দল।

দুই অঙ্কে গিয়ে ফিরে যান দুই উদ্বোধনী ব্যাটসম্যান মাইশুকুর রহমান (১৫) ও নাজমুল হোসেন শান্ত (১১)।

অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়েন জুনায়েদ সিদ্দিক ও ফরহাদ হোসেন। জুনায়েদ ২৬ ও ফরহাদ ৩০ রানে ব্যাট করছেন।