জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোয় আশরাফুল

নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন মোহাম্মদ আশরাফুল। ঢাকা মেট্রোর হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2016, 03:56 PM
Updated : 24 Sept 2016, 03:58 PM

বিপিএলে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকায় ২০১৩ সালের মে থেকে ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন আশরাফুল। কিছু দিন আগেই শেষ হয়েছে তার শাস্তির মেয়াদ। রোববারই মাঠে নামতে পারেন তিনি। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও জাতীয় দলে ফিরতে হলে আরও দুই বছর অপেক্ষা করতে হবে তাকে। 

এনসিএল শুরুর আগের দিন শনিবার প্রতিটি দলের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। 

রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে বরিশাল। প্রথম স্তরের অন্য ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকার প্রতিপক্ষ ও ঢাকা মেট্রো।

সিলেটে রংপুরের বিপক্ষে খেলবে চট্টগ্রাম। দ্বিতীয় স্তরের অন্য ম্যাচে সিলেট খেলবে রাজশাহীতে।  

জাতীয় লিগে কে কোন দলে:

ঢাকা মেট্টো: মার্শাল আইয়ুব, শামসুর রহমান, মোহাম্মদ আশরাফুল, মেহেরাব হোসেন জুনিয়র, মেহেদী মারুফ, আরাফাত সানি, সাদমান ইসলাম, আসিফ আহমেদ, মোহাম্মদ শহীদ, শহিদুল ইসলাম, আবু হায়দার, জাবিদ হোসেন, জুবায়ের হোসেন, সৈকত আলী।

ঢাকা বিভাগ: মোহাম্মদ শরীফ, শুভাগত হোম চৌধুরী, রনি তালুকদার, আব্দুল মজিদ, নাদিফ চৌধুরী, মোশাররফ হোসেন, জাহিদুজ্জামান, তাইবুর রহমান, নাজমুল ইসলাম, সাইফ হাসান, জয় রাজ শেখ, শাহাদাত হোসেন, মোহাম্মদ আজিম, মাহবুবুল আলম।

খুলনা বিভাগ: আব্দুর রাজ্জাক, মোহাম্মদ মিঠুন, তুষার ইমরান, জিয়াউর রহমান, রবিউল ইসলাম, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, মেহেদি হাসান, আব্দুল হালিম, নাহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন রাহি, এনামুল হক, আল আমিন হোসেন, মাহমুদুল হক।  

রাজশাহী বিভাগ: জহুরুল ইসলাম, ফরহাদ রেজা, ফরহাদ হোসেন, জুনায়েদ সিদ্দিক, মিজানুর রহমান, সাকলাইন সজীব, সানজামুল ইসলাম, মুক্তার আলী, দেলোয়ার হোসেন, হামিদুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মাইশুকুর রহমান, মামুন হোসেন, সুজন হাওলাদার।

সিলেট বিভাগ: ইমতিয়াজ হোসেন, রুম্মন আহমেদ, অলক কাপালী, রাজিন সালেহ, সাদিকুর রহমান, আবুল হাসান, আবু জায়েদ চৌধুরী, এনামুল হক জুনিয়র, রাহাতুল ফেরদৌস, জাকির হাসান, ইমরান আলী, শানাজ আহমেদ, এবাদত হোসেন, শাহনুর রহমান।

বরিশাল বিভাগ: কামরুল ইসলাম রাব্বি, শাহরিয়ার নাফীস, সোহাগ গাজী, মনির হোসেন, শাহিন হোসেন, ফজলে মাহমুদ, সালমান হোসেন, নুরুজ্জামান, তৌহিদুল ইসলাম, গোলাম কবীর, আল-আমিন জুনিয়র, আবু সায়েম চৌধুরী, আহসান আবীর ও শাওন গাজী।

রংপুর বিভাগ: সোওরাওয়ার্দী শুভ, সাজেদুল ইসলাম, নাঈম ইসলাম, আরিফুল হক, লিটন কুমার, তানভীর হায়দার, ধীমান ঘোষ, সাদ্দাম হোসেন, মাহমুদুল হাসান, সন্দীপ সাহা, নবীন ইসলাম, সায়মন আহমেদ, শুভাশীষ রায়, আলাউদ্দিন বাবু।

চট্টগ্রাম বিভাগ: মোমিনুল হক, নাজিম উদ্দিন, তাসামুল হক, মাহবুবুল করিম, ইয়াসিন আলী, ইরফান শুক্কুর, মোহাম্মদ সাইফুদ্দিন, জসিম উদ্দিন, সাজ্জাদুল হক, ইয়াসির মিশু, হোসেন আলী, ইফতেখার সাজ্জাদ, নুর হোসেন, আরিফ আহমেদ।