আফগান অধিনায়কের স্মৃতিতে বাংলাদেশের বিপক্ষে সেই জয়

বাংলাদেশের বিপক্ষে খেলা প্রথম ওয়ানডেতেই বড় এক চমক উপহার দিয়েছিল আফগানিস্তান। মাশরাফিদের বিপক্ষে প্রথম দ্বি-পাক্ষিক সিরিজের আগে সেই জয়ের কথা স্মরণ করলেন আফগান অধিনায়ক আসগর স্তানিকজাই।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2016, 12:46 PM
Updated : 24 Sept 2016, 02:52 PM

২০১৪ সালের ১ মার্চ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বাংলাদেশকে ৩২ রানে হারায় আফগানিস্তান। সেই ম্যাচে অপরাজিত ৯০ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন বর্তমান অধিনায়ক স্তানিকজাই। 

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে অতিথিরা। তার আগের দিন সংবাদ সম্মেলনে মার্চের সেই দিনটিতে ফিরে গেলেন স্তানিকজাই। 

“আমাদের মনে আছে, দুই বছর আগে আমারা বাংলাদেশকে হারিয়েছিলাম। তারপর থেকে আমরা টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে বেশ কিছু ম্যাচ খেলেছি। সে সময়ে আমাদের অভিজ্ঞতা অনেক কম ছিল। আর এর মধ্যে আমরা বিশ্বকাপ, এশিয়া কাপেও খেলেছি। আশা করি, আমরা গতবারের চেয়েও এবার ভালো করবো।”

গত বছর ওয়ানডে বিশ্বকাপে আবার মুখোমুখি হয়েছিল দল দুটি। সেবার সহজেই জেতে মাশরাফি বিন মুর্তজার দল। 

প্রস্তুতি ম্যাচে জয় দিয়ে বাংলাদেশ সফর শুরু করেছে আফগানিস্তান। অধিনায়ক জানালেন, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লক্ষ্যটা সেই একই- জয়।
“সবাই এখানে জেতার জন্য আসে। পূর্ণ সদস্য এই দেশের বিপক্ষে আমাদের সর্বোচ্চ চেষ্টাই করবো। ওদের বিপক্ষে খেলে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করবো।”
শুরুতে ঝড় তুলতে পারেন মোহাম্মদ শাহজাদ। উড়ন্ত সূচনার জন্য তার দিকেই তাকিয়ে থাকবে অতিথিরা। শাহজাদসহ সব সব সতীর্থর কাছে স্তানিকজাইয়ের চাওয়া একটাই, “তাদের সেরাটা।”