‘এখানে নেই মানেই আল আমিন শেষ নয়’

বাদ দেওয়া মানেই দৃষ্টির বাইরে নয়, আল আমিন হোসেনকে এই বার্তা দিচ্ছেন চন্দিকা হাথুরুসিংহে। বাংলাদেশ কোচের মতে, আফগানিস্তান সিরিজের সুনির্দিষ্ট প্রয়োজনেই নেওয়া হয়েছে শফিউল ইসলামকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2016, 11:24 AM
Updated : 24 Sept 2016, 02:53 PM

তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন বৈধতা পাওয়ার পর আফগানিস্তানের বিপক্ষে প্রথম ২ ম্যাচের বাংলাদেশ দল এখন ১৪ সদস্যের। স্কোয়াডে কেবল একটি জায়গা নিয়েই উঠেছে বেশি প্রশ্ন। আল আমিনকে বাদ দিয়ে কেন দলে শফিউল?

গুঞ্জন আছে, এই সিদ্ধান্তে বড় ভুমিকা ছিল হাথুরুসিংহের, আনুষ্ঠানিকভাবেই এখন দল নির্বাচন প্রক্রিয়ার সরাসরি অংশ তিনি। দল ঘোষণার পর কোচ প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন শনিবার। এই প্রশ্নও ছুটে গেল তার দিকে। কোচ দেখালেন শফিউলকে নেওয়ার যুক্তি, আল আমিনকে দেখালেন আশা।

“আল আমিন এখানে (এই দলে) নেই মানেই সে শেষ নয়! আমরা যদি অন্য কোনো দলের বিপক্ষে খেলতাম, হয়ত চিত্র তাহলে অন্যরকম থাকত। আমরা অধিনায়ককে সেরা ধরণের আক্রমণ দিতে চেয়েছি, ভিন্ন বৈচিত্র্যের। সে আগে ভালো করেছে এবং শফিউল যখন ফিট, তখন সে যে কারও মতোই ভালো। আমরা শফিউলকে নিয়ে দেখতে চেয়েছি সে দুই ম্যাচে কেমন করে।”