‘বাংলাদেশের হয়ে খেলাই সবচেয়ে বড় অনুপ্রেরণা’

সামনেই ইংল্যান্ড সিরিজের মত বড় সিরিজ, তার আগে প্রতিপক্ষ সহযোগী দেশ আফগানিস্তান। এই সিরিজে নিজেদের অনুপ্রাণিত করাটা কঠিন হতেই পারে। কিন্তু গায়ে যখন বাংলাদেশর জার্সি, এর চেয়ে বড় প্রেরণা আর কী হতে পারে! তামিম ইকবাল শোনালেন সেই গর্বের কথা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2016, 11:54 AM
Updated : 23 Sept 2016, 11:57 AM

বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে এক সময় এই প্রশ্নটা নিয়মিত শুনতেন বড় দলগুলির অধিনায়ক। সময় বদলেছে। এখন বাংলাদেশের একজন সিনিয়র ক্রিকেটারকে উত্তর দিতে হলো এই প্রশ্নের, আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগে নিজের অনুপ্রাণিত করাটা কতটা কঠিন।

শুক্রবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বললেন, অনুপ্রেরণার জন্য প্রতিপক্ষের দিকে তাকাতে হয় না।

“নিজেদের অনুপ্রাণিত করা সমস্যা নয়। এটা তো একটা আন্তর্জাতিক ওয়ানডে। দল জিতলে বা কেউ সেঞ্চুরি করলে, ৫ উইকেট নিলে সেসব রেকর্ড বইয়ে থাকবে। আফগানিস্তান হোক বা অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, আমরা একই রকম অনুপ্রাণিত থাকি। আমরা দেশের হয়ে খেলছি, এর চেয়ে বড় অনুপ্রেরণা আর আছে বলে মনে করি না।”

আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ শুরু হচ্ছে রোববার।