ব্যাটিংয়ে অস্বস্তি নেই তামিমের

ঈদের পর রোববার প্রথম দিনের অনুশীলনে শুরু থেকেই ছিলেন তামিম ইকবাল। গা-গরমের পর ব্যাট হাতে খানিকক্ষণ নক করলেন শের-ই-বাংলার সবুজ ঘাসে। পরে দু দফায় ব্যাট করলেন সেন্টার উইকেটে। পরে জানালেন, ব্যাটিংয়ে কোনো অস্বস্তি অনুভব করেননি আঙুলে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2016, 02:27 PM
Updated : 18 Sept 2016, 02:27 PM

এই ব্যাটিং সেশনের অপেক্ষাতেই ছিলেন জাতীয় দলের ফিজিও-ডাক্তাররা; তামিম নিজেও। কোনো ব্যথা বা অস্বস্তি না হওয়ায় আসছে আফগানিস্তান সিরিজে দলের সেরা ওপেনারকে পাওয়া নিয়ে আপাতত নেই কোনো শঙ্কা।

আঙুলের চিড় অবশ্য পুরোপুরি সারেনি এখনও। তবে এখনকার অবস্থায় খেলতে সমস্যা নেই, জানালেন তামিম।

“আঙুলে চিড় খানিকটা আছে এখনও। তবে এটা নিয়ে খেলতে সমস্যা নেই। ব্যাপারটি আমার ওপর ছেড়ে দিয়েছিলেন ডাক্তাররা। যদি ব্যাটিংয়ে ব্যথা না থাকে, তাহলে খেলতে বাধা নেই। আমার আজ কোনো সমস্যাই হয়নি ব্যাটিংয়ে।”

গত ২৭ অগাস্ট মিরপুরে ফিল্ডিং অনুশীলনে চোট পেয়েছিলেন তামিম। পরে এক্সরেতে বাঁহাতের কনিষ্ঠায় চিড় ধরা পড়ে। তখনই ধারণা করা হয়, সপ্তাহ তিনেকের মধ্যেই ফিট হয়ে উঠবেন তামিম। হলোও সেটিই। সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলের জন্য বেশ একটি সুখবর!