নিজেদের সবচেয়ে বাজে রেটিংয়ে পাকিস্তান

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে জিতে হোয়াইটওয়াশ এড়াতে পেরেছে পাকিস্তান। তবে সিরিজ শেষে ঠিকই পেয়েছে আরেকটি বিব্রতকর স্বাদ। ওয়ানডে নিজেদের সবচেয়ে বাজে রেটিংয়ে এখন পাকিস্তান!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2016, 06:46 PM
Updated : 4 Sept 2016, 06:46 PM

৮৭ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিল পাকিস্তান। ৪-১ ব্যবধানে সিরিজ হারায় হারিয়েছে তারা ১ পয়েন্ট। ২০০১ সালে বর্তমান র‌্যাঙ্কিং পদ্ধতি চালুর পর পাকিস্তানের সবচেয়ে বাজে রেটিং পয়েন্ট এই ৮৬।

২০১৯ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার লড়াইয়ে আরেকটি বড় হোঁচট খেল পাকিস্তান। র‌্যাঙ্কিংয়ের আটে থাকা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে পিছিয়ে তারা এখন ৮ পয়েন্টে, সাতে থাকা বাংলাদেশের চেয়ে পিছিয়ে ১২ পয়েন্টে! ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর স্বাগতিক ইংল্যান্ড ও র‌্যাঙ্কিংয়ের শীর্ষ থাকা সাত দল সরাসরি সুযোগ পাবে ২০১৯ বিশ্বকাপে।

সিরিজ জিতে ইংল্যান্ড পেয়েছে এক পয়েন্ট। ১০৭ পয়েন্ট নিয়ে আরেকট সংহত হয়েছে পাঁচ নম্বরে তাদের অবস্থান।

একই দিনে ইংল্যান্ডের চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া আরেকটু সংহত করছে তাদের শীর্ষস্থান। বিশ্ব চ্যাম্পিয়নরা শ্রীলঙ্কাকে হারিয়েছে ৪-১ ব্যবধানে। সিরিজ জিতে তারা পেয়েছে ১ পয়েন্ট। ১২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা নিউ জিল্যান্ডের চেয়ে এগিয়ে তারা এখন ১১ পয়েন্টে।

সিরিজ হেরেও ছয় নম্বর জায়গা ধরে রেখেছে শ্রীলঙ্কা, তবে হারিয়েছে তারা এক পয়েন্ট। ১০১ পয়েন্ট নিয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে তারা ৩ পয়েন্টে।