ওয়ার্নারের শতকে অস্ট্রেলিয়ার সহজ জয়

ওয়ানডে সিরিজে প্রথমবারের মতো জ্বলে উঠলেন ডেভিড ওয়ার্নার। তার অধিনায়কোচিত ব্যাটিংয়ে পঞ্চম ও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2016, 05:22 PM
Updated : 4 Sept 2016, 05:49 PM

এই জয়ে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ ঘরে তুলেছে অস্ট্রেলিয়া।

রোববার পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪০ ওভার ২ বলে ১৯৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে ৪৩ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

ছোট লক্ষ্য তাড়ায় অতিথিদের পথ দেখান ওয়ার্নার। আগের চার ম্যাচে ৮, ১, ১০, ১৯ রান করা এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান এবার ১২৬ বলে খেলেছেন ১০৬ রানের চমৎকার এক ইনিংস।

ম্যাথু ওয়েড ও উসমান খাওয়াজার দ্রুত বিদায়ে দলের ওপর কোনো চাপ পড়তে দেননি ম্যাচ সেরা ওয়ার্নার ও সিরিজ সেরা জর্জ বেইলি। তৃতীয় উইকেটে এই দুই জনে গড়েন ১৩২ রানের দারুণ এক জুটি। তাদের দৃঢ়তাভরা ব্যাটিং অতিথিদের জয়কে সময়ের ব্যাপারে পরিণত করে।

শ্রীলঙ্কার দিলরুয়ান পেরেরা ৫১ রানে নেন তিন উইকেট।

এর আগে ব্যাটিং ব্যর্থতায় লড়াইয়ের পুঁজি পায়নি চারটি পরিবর্তন আনা শ্রীলঙ্কা। প্রথম আট ব্যাটসম্যানের সাতজনই দুই অঙ্কে পৌঁছান। কিন্তু কেউই চল্লিশ পর্যন্ত যেতে পারেননি।

থিতু হয়ে ফিরেছেন প্রথম তিন ব্যাটসম্যান ধনাঞ্জয়া ডি সিলভা, দানুশকা গুনাথিলাকা ও কুসল মেন্ডিস। দুই অঙ্কে যেতে পারেননি দলকে নেতৃত্ব দেওয়া দিনেশ চান্দিমাল।

দুই অঙ্কে গিয়েই ফিরে যান উপুল থারাঙ্গা, কুসল পেরেরা ও দাসুন শানাকা। শেষের দিকে সাচিথ পাথিরানা দলকে নিয়ে যান দুইশ’ রানের কাছাকাছি।

৪০ রানে তিন উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার মিচেল স্টার্ক। দুটি করে উইকেট নেন ট্র্যাভিস হেড ও অ্যাডাম জ্যামপা।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৪০.২ ওভারে ১৯৫ (ডি সিলভা ৩৪, গুনাথিলাকা ৩৯, মেন্ডিস ৩৩, চান্দিমাল ১, থারাঙ্গা ১৫, কুসল পেরেরা ১৪, শানাকা ১৩, পাথিরানা ৩২, দিলরুয়ান ৫, লাকমল ০, আপন্সো ০*; স্টার্ক ৩/৪০, হেস্টিংস ১/৩০, বোল্যান্ড ১/২৮, ফকনার ১/৩০, জ্যামপা ২/৪৩, হেড ২/২২)

অস্ট্রেলিয়া: ৪৩ ওভারে ১৯৯/৫ (ওয়ার্নার ১০৬*, ওয়েড ৩, খাওয়াজা ৬, বেইলি ৪৪, হেড ১৩, ফকনার ৮*,  হেস্টিংস ৮*; লাকমল ০/৩০, দিলরুয়ান ৩/৫১, পাথিরানা ০/৩৬, শানাকা ০/১০, আপন্সো ০/৩৩, ডি সিলভা ২/৩৫)

ফল: অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী

সিরিজ: ৪-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার

ম্যান অব দ্য ম্যাচ: ডেভিড ওয়ার্নার

ম্যান অব দ্য সিরিজ: জর্জ বেইলি