ওয়াহাব রিয়াজ ১০ ওভারে ১১০!

স্পেল শেষ হওয়ায় নিশ্চয়ই প্রাণ ভরে নিশ্বাস নিয়েছেন ওয়াহাব রিয়াজ। খানিকটা হলেও পেয়েছেন স্বস্তি। আরেকটা বল থাকলেই কে জানে, হয়ত হয়ে যেত সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2016, 06:26 PM
Updated : 30 August 2016, 06:26 PM

যা হলো, সেটাও অবশ্য ওয়াহাবকে তাড়িয়ে বেড়াতে পারে অনেক দিন। সবচেয়ে খরুচে বোলিংয়ের বিশ্বরেকর্ড না হলেও দেশের রেকর্ড তো হয়েছে!

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১০ ওভারে ১১০ রান গুণেছেন ওয়াহাব। এই প্রথম ওয়ানডেতে রান দেওয়ার সেঞ্চুরি করল পাকিস্তানের কোনো বোলার।

সব মিলিয়েও ওয়ানডেতে এর চেয়ে বেশি রান দেওয়ার ঘটনা মাত্র একটিই। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ ওভারে ১১৩ রান দিয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার মিক লুইস। সেই ম্যাচেই অস্ট্রেলিয়ার ৪৩৪ রান তাড়ার বিশ্বরেকর্ড গড়েছিল দক্ষিণ আফ্রিকা।

নিজের শেষ দুই বলেও ছক্কা হজম করেছেন ওয়াহাব। স্পেল শেষ হওয়ায় তাই হাঁফ ছেড়ে বেঁচেছেন! তার ১০ ওভারে ইংলিশ ব্যাটসম্যানরা মেরেছেন ১২ চার, ৪টি ছক্কা। অ্যালেক্স হেলস একাই মেরেছেন ৮টি চার!

ইংল্যান্ডের রেকর্ড ১৭১ রান করেছেন হেলস। ইংল্যান্ড করেছে বিশ্বরেকর্ড ৩ উইকেটে ৪৪৪!

তবে রান দেওয়ায় বরাবরই উদার ওয়াহাব। পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান দেওয়ার আগের রেকর্ডও ছিল তারই। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ ওভারে দিয়েছিলেন ৯৩ রান! পরে সেই রেকর্ড স্পর্শ করেন বিলাওয়াল ভাট্টি। এবার সেটি আরও অনেক দূর এগিয়ে নিয়ে গেলেন ওয়াহব। একবার ৯.২ ওভারে ৮৬ রানও দিয়েছিলেন তিনি।

রান দেওয়ার সেঞ্চুরি আছে ওয়ানডেতে আরও ৭ জন বোলারের। তবে সেই তালিকায় নেই বাংলাদেশের কেউ। শফিউল ইসলামের ৯ ওভারে ৯৭ বাংলাদেশের সবচেয়ে বেশি রান।