বাংলাদেশে প্রস্তুতি ম্যাচও পাচ্ছে আফগানিস্তান

বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচও পাচ্ছে আফগানিস্তান। ২৩ সেপ্টেম্বর ম্যাচটি হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2016, 02:53 PM
Updated : 29 August 2016, 02:53 PM

রোববার আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে জানানো হয় সফর নিশ্চিত হওয়ার খবর। রাতে নিজ বাসায় সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান নাজমুল হাসান জানিয়ে দেন ম্যাচ তিনটির তারিখ। সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে সফরের বিস্তারিত সূচি।

প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ২১ সেপ্টেম্বর ঢাকায় পা রাখবে আফগানরা। ২৩ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচ ফতুল্লায়। ২৫, ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর তিনটি ওয়ানডে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

ম্যাচের মাঝে দু দিন করে বিরতি রাখার মূল কারণ রিজার্ভ ডে। সিরিজের প্রতিটি ম্যাচেই রাখা হয়েছে রিজার্ভ ডে। বৃষ্টির শঙ্কায় ম্যাচ ভেস্তে যাওয়া থেকে সম্ভব সর্বোচ্চ সতর্কতা থেকেই এই সিদ্ধান্ত।

এই সিরিজ দিয়েই দীর্ঘ ১০ মাস পর আবার ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। আফগাস্তান সিরিজ শেষ হওয়ার আগেই ঢাকায় পা রাখবে ইংল্যান্ড। ইংলিশদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ৭ অক্টোবর।