আগামী দিনের প্রতিভার খোঁজে সালাউদ্দিন

গাজী টায়ার্স ক্রিকেট হান্ট দিয়ে আগামী দিনের সাকিব-তামিম-মুশফিকদের খুঁজে বের করতে চান কোচ মোহাম্মদ সালাউদ্দিন।  

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2016, 02:52 PM
Updated : 25 August 2016, 02:52 PM

বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর দেশের আটটি বিভাগীয় শহরে হবে প্রাথমিক বাছাই।

নিবন্ধন ফরম পাওয়া যাবে ফেইসবুক পেইজে (www.facebook.com/GaziTyresBD)। রয়েছে তাৎক্ষণিক নিবন্ধনের ব্যবস্থাও। ১৫ বা তার বেশি বয়সী যে কোনো ছেলে এতে অংশ নিতে পারবেন।

সালাউদ্দিন জানান, একেবারে নতুন প্রতিভা খুঁজছেন তারা। তাই ঢাকায় প্রিমিয়ার ডিভিশন থেকে তৃতীয় বিভাগ ক্রিকেটে খেলেছেন এমন কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। 

“যারা স্বপ্ন দেখছেন ক্রিকেট নিয়ে তাদের সহায়তা করতে চাই। আমরা ওদের নিজেদের প্রকাশ করার একটা মঞ্চ দিতে চাই। সারা দেশ থেকে ৬০ থেকে ৮০ জন নতুন ক্রিকেটার বাছাই করে আনা হবে। ওদের প্রশিক্ষণের কাজটা হতে পারে বিকেএসপিতে।”

চূড়ান্তভাবে বেছে নেওয়া হবে ২০-২৫ জন ক্রিকেটারকে, “তাদের প্রশিক্ষণ দিতে ও যোগ্য ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে ৪ বছরের একটি চুক্তির আওতায় নেওয়া হবে। এছাড়া তাদেরকে এক বছরের জন্য একটি স্কলারশিপও দেওয়া হবে।” 

গাজী গ্রুপ ক্রিকেটার্স পরিচালিত এই ক্রিকেট প্রতিভা খুঁজে বের করার উদ্যোগে সহায়তা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।