শেষ দিনেও খেলা হলো না ডারবানে

আগের দু'দিন তবু দুপুর পর্যন্ত অপেক্ষা করা হয়েছিল। শেষ দিনের অপেক্ষা শেষ হয়ে গেল সাত সকালেই। ডারবানে ভেজা মাঠ খেলার উপযোগী না হওয়ায় ভেস্তে গেছে শেষ দিনের খেলাও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2016, 11:13 AM
Updated : 23 August 2016, 11:13 AM

রোমাঞ্চকর শুরুর পর বিরক্তিকর ড্রয়ে শেষ হলো দক্ষিণ আফ্রিকা-নিউ জিল্যান্ড প্রথম টেস্ট।

টেস্টের দ্বিতীয় দিন শেষে রাতভর ঝরা ৬৫ মিলিমিটার বৃষ্টিই খেয়ে দিল পরের তিনটি দিন।

ওই রাতের পর বৃষ্টি হয়নি এক ফোঁটাও। কিন্তু এক রাতের বৃষ্টিতে মাঠ এতটাই নরম ও স্যাঁত-স্যাঁতে হয়ে যায় যে খেলা হলো না আর একটি বলও। মঙ্গলবার শেষ দিনে খেলা শুরুর নির্ধারিত সময়ের ঘণ্টা দেড়েক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয় দিনের খেলা।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২৬৩

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ১৫/২