দেশে ফেরার অপেক্ষায় মুস্তাফিজ

অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনও সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের অধীনেই আছেন মুস্তাফিজুর রহমান। তার ছাড়পত্র মিললেই লন্ডন থেকে তরুণ বাঁহাতি পেসার লন্ডন থেকে দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।  

লন্ডন থেকে আবু হাসানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2016, 05:25 PM
Updated : 16 August 2016, 06:08 PM

বুধবার নিজের ক্লিনিক ফর্টিয়াসে স্থানীয় সময় বেলা সাড়ে ১২টায় মুস্তাফিজকে দেখবেন ওয়ালেস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ডা. দেবাশীষ জানান, সেই সাক্ষাতের ওপর নির্ভর করবে মুস্তাফিজের দেশে ফেরা।   
 
“হাসপাতাল থেকে ছাড়া পেলেও মুস্তাফিজ এখনও ডা. ওয়ালেসের অধীনেই আছে। পরীক্ষার পর তিনি ঠিক করবেন পরবর্তী করণীয় কি হবে।”
 
ক্রমওয়েল হাসপাতালে গত বৃহস্পতিবার বিশেষজ্ঞ সার্জন ওয়ালেস মুস্তাফিজের বাঁ কাঁধে অস্ত্রোপচার করেন। প্রথমবারের মতো ছুরির নিচে যাওয়া তরুণ পেসারকে সাহস যোগাতে লন্ডনে যান বিসিবির প্রধান চিকিৎসক। 
 
“ডা. ওয়ালেস মুস্তাফিজকে ছাড়পত্র দিলেই যত দ্রুত সম্ভব মুস্তাফিজ দেশে ফিরবে।”
 
হাত-পায়ে যাতে জড়তা না এসে যায় এই কারণে আপাতত মুস্তাফিজকে হালকা ব্যায়াম করানো হচ্ছে। ফিজিও থেরাপি শুরু হবে শিগগির। ডা. দেবাশীষ জানান, ওয়ালেসের পরামর্শ অনুযায়ীই সব করা হবে। ওয়ালেস যদি লন্ডনের কোনো ফিজিওর কাছে যাওয়ার পরামর্শ দেন, তাহলে সেখানেও মুস্তাফিজের থেরাপি কার্যক্রম শুরু হতে পারে।