আশরাফুলের ভাগ্য নির্বাচক, ফ্র্যাঞ্চাইজির হাতে

সেপ্টেম্বরে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলতে দেখা যেতে পারে নিষেধাজ্ঞা থেকে ফেরা মোহাম্মদ আশরাফুলকে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, প্রথম শ্রেণির এই লিগে বাংলাদেশের সাবেক অধিনায়কের খেলা নির্ভর করবে নির্বাচক ও ফ্র্যাঞ্চাইজির উপর।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2016, 01:02 PM
Updated : 14 August 2016, 01:02 PM

বিপিএলে ফিক্সিংয়ের দায়ে গত শনিবার পর্যন্ত সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন আশরাফুল। আকরাম জানিয়েছেন, বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টিতে খেলতে এখনও দুই বছর অপেক্ষা করতে হবে আশরাফুলকে। দেশের বাইরে প্রথম শ্রেণির ম্যাচও ২০১৮ সালের ১৩ অগাস্টের পর খেলতে পারবেন তিনি। তবে ফিটনসে ঠিক থাকলে আর কোচ চাইলে অন্য ধরনের ক্রিকেটে এখন থেকেই খেলতে পারবেন তিনি।   

“বিসিএলে এনসিএলের সেরা পারফর্মাররা খেলে থাকে। সে হিসেবে আশরাফুলের বিসিএল খেলা ফ্র্যাঞ্চাইজি ও নির্বাচকদের উপর নির্ভর করে। আশরাফুলের ব্যাপারটা হল, সে খেলার মধ্যে ছিল না। এ ছাড়া ফিটনেসেরও ব্যাপার আছে।”

অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলার কথা রয়েছে বাংলাদেশের। সেই সিরিজে যারা খেলবেন তারা ছাড়া জাতীয় দলের আর সবাই বিসিএলে অংশ নেবেন বলে জানান আকরাম।

“এবারের বিসিএলে জাতীয় দলের বেশিরভাগ সদস্যই খেলতে পারবে। তবে ইংল্যান্ড সিরিজের কারণে হয়ত সবাই পুরোটা খেলতে পারবে না। ওয়ানডে সিরিজের সময় যারা দলের বাইরে থাকবে তারা বিসিএল খেলতে পারবে। আবার টেস্ট সিরিজের সময় যারা বাইরে থাকবে তারাও বিসিএল খেলতে পারবে।”

আগামী মাসের ২০ তারিখ থেকে শুরু হবে বিসিএল। এবারের আসর হতে পারে ঢাকা ও চট্টগ্রামে।