আগামী সপ্তাহে আসছে ইংল্যান্ডের নিরাপত্তা দল

ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরের আগে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে আগামী সপ্তাহে আসছে ইংল্যান্ডের নিরাপত্তা দল। বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, আগামী ১৭ ও ১৮ অগাস্ট সব বিষয় খতিয়ে দেখবে দলটির সদস্যরা।

লন্ডন থেকে আবু মুসা হাসানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2016, 02:30 PM
Updated : 11 August 2016, 02:38 PM

নিরাপত্তা দলের এই সফর নিয়মিত কর্মসূচির অংশ। তবে গত ১ জুলাইয়ের গুলশানে সন্ত্রাসী হামলার পর তা এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই হামলায় পুলিশ সদস্য ও ১৭ জন বিদেশিসহ ২২ জনের মৃত্যু হয়। বাংলাদেশ সফরে নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানান ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক ওয়েন মর্গ্যান। 

লন্ডনে বৃহস্পতিবার মুস্তাফিুজর রহমানের কাঁধে অস্ত্রোপচারের বিষয়ে খোঁজখবর নিতে ক্রমওয়েল হাসপাতালে যান বিসিবি প্রধান। সেখানেই সাংবাদিকদের তিনি ইংল্যান্ডের নিরাপত্তা দলের বাংলাদেশ সফরের ব্যাপারে বলেন।   
 

“সফরকারী ইংল্যান্ড দলের নিরাপত্তা নিশ্চিত করতে কোন ধরনের পদক্ষেপ নিতে হবে সে ব্যাপারে তাদের সঙ্গে আলোচনা করবে আমাদের নিরাপত্তা সংস্থাগুলো।”
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে ইংল্যান্ডের। বিসিবি সভাপতির বিশ্বাস, পরিকল্পনায় নিরাপত্তা দল সন্তুষ্ট হবেন।
“তারা অন্য কোনো পদক্ষেপের পরামর্শ দিলে আমরা সেগুলোও গ্রহণ করব।”