পাকিস্তান দলে ফিরলেন উমর গুল

ইংল্যান্ড সিরিজের টেস্ট স্কোয়াডে জায়গা না পেয়ে উমর গুলের সে কী ক্ষোভ! সংবাদমাধ্যমে প্রকাশ্যেই ঝেরেছিলেন নিজের ক্ষোভ-হতাশা। রঙিন পোশাকের দল রাঙিয়ে দেওয়ার কথা তার মন। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পাকিস্তান দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ এই মিডিয়াম ফাস্ট বোলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2016, 03:56 PM
Updated : 9 August 2016, 03:56 PM

গুল সবশেষ ওয়ানডে খেলেছিলেন গত বছরের এপ্রিলে, বাংলাদেশের বিপক্ষে। চোট কাটিয়ে ফিরে সেই ম্যাচে ৭ ওভারে ৫৩ রান দেওয়ার পর জায়গা হারিয়েছিলেন আবার। এবার ৩২ বছর বয়সে আরেক দফায় সুযোগ পেলেন আন্তর্জাতিক ক্যারিয়ার পুনরুজ্জীবিত করার।

বাংলাদেশের বিপক্ষে ওই ম্যাচেই ওয়ানডে অভিষেক হয়েছিল সামি আসলামের। বাঁহাতি ওপেনার করেছিলেন ৪৫। এরপর আর সুযোগ পাননি আরেকটি ওয়ানডে খেলার। তবে টেস্টের দারুণ পারফরম্যান্সে তিনিও ফিরেছেন ওয়ানডে দলে। সদ্য সমাপ্ত এজবাস্টন টেস্টের দুই ইনিংসে ২০ বছর বয়সী ওপেনার করেছেন ৮২ ও ৭০।

টেস্টের পর ওয়ানডে দলেও ফিরেছেন ডোপ নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ইয়াসির শাহ। সুযোগ পেয়েছেন দুটি টি-টোয়েন্টি খেলা বাঁহাতি স্পিনিং মোহাম্মদ নওয়াজ।

১৫ সদস্যের দলে আনকোরা নতুন মুখও আছে একটি। সুযোগ পেয়েছেন ২২ বছর বয়সী ডানহাতি পেসার হাসান আলি।

ওপেনার আহমেদ শেহজাদের ওপর এখনও আস্থা ফিরে পায়নি ইনজামাম-উল-হকের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। টেস্টের পর শেহজাদ বাদ পড়েছেন ওয়ানডে থেকেও। বিবর্ণ পারফরম্যান্সে জায়গা হারিয়েছেন দীর্ঘদেহী বাঁহাতি মোহাম্মদ ইরফানও।

টেস্টে বেশ ভালো করলেও ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেসার রাহাত আলি। সবশেষ দল থেকে আরও বাদ পড়েছেন আনোয়ার আলি, সোহেব মাকসুদ ও জাফর গোহার।

চার ম্যাচের টেস্ট সিরিজের পর ইংল্যান্ড-পাকিস্তান পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৪ অগাস্ট। এর আগে ১৮ ও ২০ অগাস্ট আয়ারল্যান্ডের বিপক্ষেও দুটি ওয়ানডে খেলবে পাকিস্তান।

পাকিস্তান দল: আজহার আলি (অধিনায়ক), শার্জিল খান, সামি আসলাম, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, উমর গুল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইয়াসির শাহ, মোহাম্মদ নওয়াজ।