গায়ানাকে গুঁড়িয়ে সিপিএলের শিরোপা সাকিবের জ্যামাইকার

গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে গুঁড়িয়ে সিপিএলের শিরোপা জিতেছে জ্যামাইকা তালাওয়াহস। একপেশে ফাইনালে সাকিব আল হাসানের দলের জয় ৯ উইকেটের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2016, 02:48 AM
Updated : 8 August 2016, 04:42 PM

বাংলাদেশ সোমবার ভোরে শুরু হওয়া ম্যাচে ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে দুটি উইকেট নেন সাকিব। তৃতীয় ওভারে বোলিংয়ে আসা এই বাঁহাতি স্পিনার করেন টানা চার ওভারের স্পেল। নিজের প্রথম বলে ফেরান ক্রিস লিনকে। চতুর্থ ওভারে বিদায় করেন জেসন মোহাম্মদকে। ফাইনালে ব্যাটিংয়ে নামতেই হয়নি সাকিবকে।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ১৬ ওভার ১ বলে ৯৩ রানে অলআউট হয়ে যায় গায়ানা। দলটির আট ব্যাটসম্যান দুই অঙ্কেই যেতে পারেননি।

৩৭ বলে ৬টি চারে সর্বোচ্চ ৪২ রান করেন সোহেল তানভির। ডোয়াইন স্মিথের ব্যাট থেকে আসে ১৭ রান। এই দুই জনের বাইরে দুই অঙ্কে যান কেবল ক্রিস বার্নওয়েল (১০)।

জ্যামাইকার ইমাদ ওয়াসিম ২১ রানে নেন তিন উইকেট। কেসরিক উইলিয়ামস দুই উইকেট নেন ১২ রানে।

জবাবে ১২ ওভার ৫ বলে ক্রিস গেইলের উইকেট হারিয়ে লক্ষ্য পৌঁছে যায় জ্যামাইকা। সিপিএলে এটি তাদের দ্বিতীয় শিরোপা। ২০১৩ সালে গায়ানাকেই ৭ উইকেটে হারিয়ে প্রথম আসরের শিরোপা জিতেছিল তারা।

ছোট লক্ষ্য তাড়ায় রীতিমত ঝড় তোলেন গেইল। দশম ওভারে ফিরে যাওয়ার আগে ৭৯ রানের উদ্বোধনী জুটিতে ২৭ বলে ৫৪ রান করেন জ্যামাইকার অধিনায়ক। গেইলের বিধ্বংসী ইনিংসটি গড়া তিনটি চার ও ৬টি ছক্কায়। বাকি কাজটুকু সহজেই সারেন চ্যাডউইক ওয়ালটন (২৫*) ও কুমার সাঙ্গাকারা (১২*)।