৮৪ ওভারে পাকিস্তানের চাই ৩৪৩ রান

অ্যালেস্টার কুকের ইনিংস ঘোষণায় জমে উঠেছে এজবাস্টন টেস্ট। সিরিজে এগিয়ে যেতে তৃতীয় টেস্টের পঞ্চম ও শেষ দিন পাকিস্তানের লক্ষ্য ৩৪৩ রান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2016, 01:19 PM
Updated : 7 August 2016, 01:19 PM

অন্যদিকে, সিরিজে এগিয়ে যাওয়ার একই লক্ষ্যে অতিথিদের ১০ উইকেট নিতে ইংল্যান্ডের হাতে রয়েছে ৮৪ ওভার।

রোববার ৫ উইকেটে ৪১৪ রান নিয়ে খেলা শুরু করে ইংল্যান্ড। এদিন ৪ ওভার খেলেই ৬ উইকেটে ৪৪৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

৮২ রান নিয়ে দিন শুরু করা জনি বেয়ারস্টো ফিরে যান এক রান যোগ করেই। সোহেল খানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। ৮৬ রানে অপরাজিত থাকেন মইন আলি। ৯৬ বলে খেলা তার আক্রমণাত্মক ইনিংসটি গড়া ১০টি চার ও দুটি ছক্কায়।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের মোহাম্মদ আমির, সোহেল ও ইয়াসির শাহ দুটি করে উইকেট নেন।

ইতিহাস-পরিসংখ্যান ইংল্যান্ডের পক্ষে। এজবাস্টনে তারা চতুর্থ ইনিংসে তিনশ’ রানের লক্ষ্য দিয়ে কোনো টেস্ট হারেনি। এই মাঠে চতুর্থ ইনিংসে ৮০ ওভার টিকেছে কেবল তিনটি দল।

চার ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ২৯৭

পাকিস্তান ১ম ইনিংস: ৪০০

ইংল্যান্ড ২য় ইনিংস: (৪১৪/৫) ১২৯ ওভারে ৪৪৫/৬ ডিক্লে. (কুক ৬৬, হেলস ৫৪, রুট ৬২, ভিন্স ৪২, ব্যালান্স ২৮, বেয়ারস্টো ৮৩, মইন ৮৬, ওকস ৩*; আমির ২/৭৫, সোহেল ১/১১১, রাহাত ০/৫৪, ইয়াসির ২/১৭২, আজহার ০/২২)