তৃতীয় টেস্টের ওয়েস্ট ইন্ডিজ দলে শাই হোপ

ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের জন্য উদ্বোধনী ব্যাটসম্যান শাই হোপকে দলে ডেকেছেন ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকরা। প্রথম দুই টেস্টের ব্যর্থতায় বাদ পড়েছেন রাজেন্দ্র চন্দ্রিকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2016, 11:36 AM
Updated : 5 August 2016, 11:36 AM

ভারতের বিপক্ষে চার ইনিংস ১৬, ৩১, ৫ ও ১ রান করেন চন্দ্রিকা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে অন্তত ১০ ইনিংস ব্যাট করেছে এমন উদ্বোধনী ব্যাটসম্যানদের মধ্যে তার গড়ই সবচেয়ে কম- ১৪.০০।

এদিকটায় খুব একটা এগিয়ে নেই ২২ বছর বয়সী হোপও। ৬ টেস্ট খেলা এই ডানহাতি ব্যাটসম্যান ১১ ইনিংসে ১৫.৫৪ গড়ে করেছেন ১৭১ রান। তবে ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ছন্দে রয়েছেন তিনি। চার দিনের একটি টুর্নামেন্টে চার ম্যাচে করেছেন দুটি শতক। সেন্ট কিটসে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও শতক করেছিলেন হোপ।

স্বাগতিক দলে আর কোনো পরিবর্তন নেই।

সেন্ট লুসিয়ায় আগামী মঙ্গলবার শুরু হবে তৃতীয় টেস্ট। চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।

তৃতীয় টেস্টের ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্রেথওয়েইট (সহ-অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যাকউড, কার্লোস ব্রেথওয়েইট, ড্যারেন ব্রাভো, শাই হোপ, রোস্টন চেইজ, মিগুয়েল কামিন্স, শেন ডরিচ (উইকেটরক্ষক), শ্যানন গ্যাব্রিয়েল, লিয়ন জনসন, মারলন স্যামুয়েলস, আলজারি জোসেফ।