এইচপিতে আসছেন ভেঙ্কটপতি রাজু

সোহাগ গাজী, সানজামুল ইসলামদের কোচ হয়ে আসছেন ভেঙ্কটপতি রাজু। হাই পারফরম্যান্স ইউনিটে (এইচপি) স্পিনারদের সঙ্গে কাজ করবেন ভারতের সাবেক এই বাঁহাতি স্পিনার।  

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2016, 03:54 PM
Updated : 3 August 2016, 03:54 PM

ভারতের হয়ে ৫৩টি ওয়ানডে আর ২৮টি টেস্ট খেলা রাজুর কোচ হয়ে আসার খবর বুধবার জানান বিসিবি প্রধান নাজমুল হাসান।
 
“রাজু আমাদের স্পিন বোলারদের অনুশীলন করানোর জন্য আসছে। স্পিনে এখন আমাদের বিরাট সমস্যা, আমাদের মূলশক্তি ছিল স্পিন; হঠাৎ করে এখন স্পিনার পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় রাজু আসলে আমরা কিছুটা উপকৃত হব।”
 
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান স্পিনে অনেক দিন ধরেই বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা হয়ে আছেন। তবে এই বিভাগে বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে তার যোগ্য সঙ্গী পাওয়া ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে।
 
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে স্পিনে সাকিবের সঙ্গী ছিলেন আরাফাত সানি। কিন্তু অবৈধ বোলিং অ্যাকশনের জন্য এখন তাকেও পাচ্ছে না বাংলাদেশ। তাই স্পিন বোলিং নিয়ে এখন ভাবতে হচ্ছে তাদের। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ৪৭ বছর বয়সী রাজুর শরণাপন্ন হয় বিসিবি।