বোলিংয়ে উজ্জ্বল সাকিব

রানের বন্যায় বাধ দিয়েছিল সাকিব আল হাসান। ঝড় তোলা জনসন চার্লসকে ফিরিয়ে কাঙ্ক্ষিত ‘ব্রেক থ্রু’ এনে দিয়েছিলেন তিনিই। কিন্তু কাজ হয়নি। দুইশ’ রানের বিশাল সংগ্রহ গড়া সেন্ট লুসিয়া জুকস সহজেই হারিয়েছে জ্যামাইকা তালাওয়াহসকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2016, 07:50 PM
Updated : 30 July 2016, 07:51 PM

৬৩ রানে হারা ম্যাচে বল হাতে উজ্জ্বল ছিলেন সাকিব। ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ১ উইকেট। নিজের শেষ বলে ছক্কা হজম করতে না হলে ওভার প্রতি ছয়ের নিচে থাকত তার ইকোনমি।

শনিবার টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২০৬ রানের বিশাল সংগহ গড়ে সেন্ট লুসিয়া।

চার্লসের সঙ্গে আন্দ্রে ফ্লেচারের ৮৯ রানের জুটি উড়ন্ত সূচনা এনে দেয় সেন্ট লুসিয়াকে। অষ্টম ওভারে বোলিংয়ে এসে প্রথম ওভারে চার দেওয়া সাকিব আঘাত হানেন পরের ওভারে। তার বলে রোভম্যান পাওয়েলকে ক্যাচ দিয়ে জনসনের (৩৭ বলে ৫৯) বিদায়ে ভাঙে ৯.৩ ওভার স্থায়ী উদ্বোধনী জুটি।

অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ফ্লেচার শেন ওয়াটসনের (২০ বলে ৪৩) সঙ্গে ৫৯ রানের আরেকটি ভালো জুটি উপহার দেন। শেষ পর্যন্ত ৭৪ রানে অপরাজিত থাকেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ফ্লেচার। ৪৯ বলে চারটি করে ছক্কা-চারে অপরাজিত ৭৪ রানের ইনিংসে দলকে দুইশ’ রানের সংগ্রহ এনে দেন তিনি।

জবাবে ৮ উইকেটে হারিয়ে ১৪৩ রান করে জ্যামাইকা।

বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই পথ হারায় জ্যামাইকা। পরপর দুই বলে ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় ওভারেই ফিরে যান অধিনায়ক ক্রিস গেইল। ৮ বলের মধ্যেই তিনটি চার হাঁকানো কুমার সাঙ্গাকারা ফিরেন রান আউট হয়ে। দ্রুত ফিরেন পাওয়েলও।

চ্যাডউইক ওয়ালটন (৫১ বলে ৫৪) ও আলেক্স রস (২৩ বলে ২৮) রানের গতি বাড়ানোর কাজটা ঠিকঠাক করতে পারেননি। তাই শেষের দিকে আন্দ্রে রাসেল, সাকিবের পক্ষেও দলকে জয় এনে দেওয়া সম্ভব ছিল না।

আট নম্বর হিসেবে সাকিব যখন ক্রিজে আসেন ততক্ষণে সেন্ট লুসিয়া ম্যাচ মুঠোয় পুরে ফেলেছে। ১১ বলে তখন ৬৮ রান প্রয়োজন, সব বলে ছক্কা হাঁকালেও জয় সম্ভব ছিল না। সাকিব ব্যাট হাতে কোনো বীরত্ব দেখাতে পারেননি। মুখোমুখি হওয়া প্রথম বলেই ফিরেন  বোল্ড হয়ে।