এসেক্সের বিপক্ষেই মাঠে নামছেন মুস্তাফিজ

ইংল্যান্ডে পৌঁছেই মাঠে নামার জন্য প্রস্তুত মুস্তাফিজুর রহমান। এসেক্সের বিপক্ষে সাসেক্স শার্কসের পরের ম্যাচেই খেলবেন এই বাঁহাতি পেসার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2016, 04:37 AM
Updated : 17 August 2016, 05:52 AM

চেমসফোর্ডে ন্যাট ওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টায়।

বুধবার ইংল্যান্ডের জন্য বাংলাদেশ ছাড়েন মুস্তাফিজ। ইংল্যান্ডে পৌঁছে সেদিনই যান হোভে সাসেক্সের ড্রেসিংরুমে। নিজের লকারের সামনে দাঁড়ানো মুস্তাফিজের ছবি অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রকাশ করে সাসেক্স।

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে মুস্তাফিজুর রহমান। ছবি: আবু মুসা হাসান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছলে মুস্তাফিজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ছবি: আবু মুসা হাসান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

টুইটারে সাসেক্স জানায়, এসেক্সের বিপক্ষে ম্যাচ দিয়ে সাসেক্স শার্কসের হয়ে অভিষেক হতে যাচ্ছে মুস্তাফিজের।

শুক্রবার ওভালে টি-টোয়েন্টি ব্লাস্টে মুস্তাফিজদের প্রতিপক্ষ সারে। ২৪ জুলাই র‌য়্যাল লন্ডন ওয়ানডে কাপে প্রতিপক্ষ গ্লস্টারশায়ার, ২৭ জুলাই হ্যাম্পশায়ার। ২৮ জুলাই টি-টোয়েন্টি ব্লাস্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ গ্ল্যামরগ্যান। ৩০ জুলাই ওয়ানডে কাপে প্রতিপক্ষ সমারসেট, ২ অগাস্ট কেন্ট।

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বের হওয়ার সময় মুস্তাফিজুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভক্তরা। ছবি: আবু মুসা হাসান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গত ২ মার্চ মুস্তাফিজের সঙ্গে চুক্তির খবর জানায় সাসেক্স। যাওয়ার কথা ছিল তার জুনের শুরুতে। কিন্তু মে মাসের শেষ দিকে আইপিএল থেকে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে ফেরেন মুস্তাফিজ। তাই যেতে পারেননি সময়মত।

কিন্তু মুস্তাফিজকে পেতে মরিয়া সাসেক্স হাল ছাড়েনি। অন্তত কিছু সময়ের জন্য হলেও পেতে উদ্গ্রীব ছিল দলটি। এ মাসের শুরুর দিকে চোট পুরোপুরি কাটিয়েও ওঠেন মুস্তাফিজ। ঈদের পর থেকে অপেক্ষায় ছিলেন ভিসার। সেই জটিলতাও পরে কেটেছে।

ওয়ানডে কাপে সাউথ গ্রুপে ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সাসেক্স আছে ৯ দলের মধ্যে সবার নিচে। টি-টোয়েন্টি ব্লাস্টে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে সাতে।