ভারতীয় ক্রিকেট বোর্ডে মন্ত্রী-আমলা নয়: আদালত

লোধা কমিশনের বেশিরভাগ সুপারিশ গ্রহণ করে ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) মন্ত্রী ও আমলাদের না নেওয়ার আদেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2016, 02:58 PM
Updated : 18 July 2016, 02:58 PM

ভারতের সুপ্রিম কোর্ট বিসিসিআইকে লোধা কমিশনের গৃহিত সুপারিশ বাস্তবায়নের জন্য ৬ মাস সময় বেঁধে দেয়। এই রূপান্তর দেখাশোনার জন্য সাবেক প্রধান বিচারপতি আরএম লোধাকেই নিয়োগ করেছে আদালত।

ভারতের সাবেক প্রধান বিচারপতি আরএম লোধার নেতৃত্বাধীন তিন সদস্যের কমিশনের সুপারিশ নিয়ে গত জানুয়ারি থেকে আদালতে শুনানি চলছিল।

সোমবার প্রধান বিচারপতি তিরাথ সিং ঠাকুর ও বিচারপতি ইব্রাহিম কলিফুল্লা রায়ে বলেন, “বিসিসিআইয়ের প্রশাসনিক পরিবর্তনের ব্যাপারে আমরা বিচারপতি লোধা প্যানেলের অধিকাংশ সুপারিশ গ্রহণ করছি।” 

রায়ের পর এক প্রতিক্রিয়ায় লোধা বলেন, “এটা ভারতের ক্রিকেট এবং খেলার জন্য দারুণ একটি দিন। মনে করি, ক্রিকেট ভক্তদের সুপ্রিম কোর্টের রায়ে আনন্দ করা উচিত।”

সুপ্রিম কোর্টের রায়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি বিসিসিআই প্রধান অনুরাগ ঠাকুর।