ওকস-ব্রডের তোপে সাত-সকালেই শেষ পাকিস্তান

লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি পাকিস্তান। টিকতে পারেনি প্রথম ঘণ্টাও। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ৩৩৯ রানে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2016, 11:23 AM
Updated : 15 July 2016, 11:23 AM

শেষ ৪ উইকেট নিয়ে শুক্রবার দ্বিতীয় দিনে ৫৭ রান যোগ করতে পেরেছে পাকিস্তান। ক্রিস ওকস ও স্টুয়ার্ট ব্রড টানা বোলিং করে ভাগাভাগি করে নিয়েছেন শেষ ৪ উইকেট।

টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নিয়ে ওকস থেমেছেন ৬ উইকেটে। শেষ দুটি উইকেট নিয়েছেন ব্রড।

আগের দিন রেকর্ড গড়া শতক করা মিসবাহ-উল-হক এদিন আর করতে পেরেছেন মাত্র ৪ রান (১১৪)। অধিনায়কের আগেই বিদায় নিয়েছেন সরফরাজ আহমেদ। সকালে দারুণ শুরু করা এই উইকেটকিপার ব্যাটসম্যান ওকসের অফ স্টাম্পের বাইরে শর্ট বলে ক্যাচ দিয়েছেন পয়েন্টে।

পাকিস্তান গুটিয়ে যেতে পারত আরও কম রানে। শেষ জুটিতে মোহাম্মদ আমির ও ইয়াসির শাহ যোগ করেন ২৩ রান।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: (আগের দিন ২৮২/৬) ৯৯.২ ওভারে ৩৩৯ (হাফিজ ৪০, মাসুদ ৭, আজহার ৭, ইউনুস ৩৩, মিসবাহ ১১০*, শফিক ৭৩, রাহাত ০, সরফরাজ ২৫, ওয়াহাব ০, আমির ১২, ইয়াসির ১১*; ব্রড ৩/৭১, বল ১/৫১, ওকস ৬/৭০, ফিন ০/৮৬, মঈন ০/৪৬. ভিন্স ০/১)।