লর্ডসে কটূক্তি শুনতে পারেন আমির

পাকিস্তানের ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার মনে করেন লর্ডস টেস্টে বৈরী অভ্যর্থনা পেতে পারেন মোহাম্মদ আমির।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2016, 02:57 PM
Updated : 12 July 2016, 12:26 PM

আগামী বৃহস্পতিবার প্রায় ছয় বছরের মধ্যে প্রথম টেস্ট খেলতে পারেন ২৪ বছর বয়সী আমির। ২০১০ সালে লর্ডসেই ইচ্ছাকৃত নো বল করে ৫ বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন এই বাঁহাতি পেসার। এই অপরাধে জেলও খাটতে হয়েছে তাকে।

জিম্বাবুয়ের সাবেক ব্যাটসম্যান ফ্লাওয়ারের বিশ্বাস, ঘটনাটা এখনও মনে রেখেছেন লর্ডসের মানুষ। ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম টেস্টে সেই স্পট ফিক্সিং কাণ্ডে নিজেদের অনুভূতি প্রকাশের সুযোগ পেতে যাচ্ছেন তারা।

“কেউ কেউ সম্ভবত কিছু কটূক্তি করতে পারে। আমার মনে হয়, সে প্রথমে এই কাজটা ঠিক করেনি, কাজেই এটা মূলত তার ভুল। এটা তাকেই মোকাবেলা করতে হবে।”

ফ্লাওয়ার মনে করেন, আমির সব ভালোভাবে সামলাতে পারবেন এবং বল হাতে ভালো পারফরম্যান্স করবেন।

“আমিরকে অনেক পরিণত মনে হচ্ছে। সে অনেক বুঝে শুনে কথা বলে ... সে ঠিক থাকবে।”