লর্ডস টেস্টের ইংল্যান্ড দলে নতুন মুখ

ইংল্যান্ড দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার টোবি রোল্যান্ড-জোনস। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দলে ফিরেছেন ব্যাটসম্যান গ্যারি ব্যালান্স।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2016, 04:38 PM
Updated : 12 July 2016, 12:28 PM

চোটের জন্য লর্ডস টেস্টে খেলা হচ্ছে না অলরাউন্ডার বেন স্টোকস ও পেসার জেমস অ্যান্ডরসনের। তাদের বাইরে রেখেই ১৪ জুলাই শুরু হতে যাওয়া ম্যাচের জন্য ১২ সদস্যের দল দিয়েছে ইসিবি।

চলতি মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ২৯.০৬ গড়ে ৩০ উইকেট নিয়েছেন ২৮ বছর বয়সী রোল্যান্ড-জোনস। ২০১৫ সালে ২৭.০৪ গড়ে নিয়েছিলেন ৪৮ উইকেট।

কাঁধের চোট থেকে এখনও সেরে উঠেননি ইংল্যান্ডের বোলিং আক্রমণের অন্যতম সেরা অস্ত্র অ্যান্ডারসন। এখনও বোলিং শুরু করেননি অলরাউন্ডার স্টোকস।

নিক কম্পটনের অনুপস্থিতিতে জো রুটের তিন নম্বরে উঠে আসা এক রকম নিশ্চিত। গত বছরের অ্যাশেজ সিরিজে বাদ পড়া ব্যালান্স ফিরতে পারেন মিডল অর্ডারে।

ইংল্যান্ড দল: অ্যালেস্টার কুক (অধিনায়ক), অ্যালেক্স হেলস, জো রুট, গ্যারি ব্যালান্স, জেমস ভিন্স, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মঈন আলি, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড, জ্যাক বল, স্টিভেন ফিন, টোবি রোল্যান্ড-জোনস।