নেটে বোলিং শুরু করলেন মুস্তাফিজ

আইপিএল থেকে ফেরার পর অবশেষে বল হাতে নিলেন মুস্তাফিজুর রহমান। হ্যামস্ট্রিংয়ের চোট কাটাতে পুনর্বাসনে থাকা বাঁহাতি এই পেসার বৃহস্পতিবার বোলিং করেছেন নেটে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2016, 09:35 AM
Updated : 23 June 2016, 09:35 AM

সকালে মিরপুরে একাডেমির নেটে বিসিবির হাই পারফরম্যান্স রিহ্যাবিলিটেশন ম্যানেজার ব্রেট হ্যারপের তত্ত্বাবধানে ৬ ওভার বোলিং করেছেন মুস্তাফিজ।

বোলিংয়ে ফেরা নিয়ে অবশ্য মুস্তাফিজ বা হ্যারপ সংবাদমাধ্যমের সামনে কথা বলেননি। তবে বিসিবির একটি সূত্র জানিয়েছে, আপাতত ৮০ ভাগের মতো ফিট মুস্তাফিজ। এখন থেকে আগামী কিছুদিন নেটে বোলিং করবেন এক দিন করে বিরতি দিয়ে।

গত মাসের শেষ দিকে আইপিএল থেকে হ্যামস্ট্রিংয়ের এই চোট নিয়ে ফিরেছেন মুস্তাফিজ। সাসেক্সের হয়ে ইংল্যান্ডে খেলার চুক্তি ছিল তার। কিন্তু যেতে পারেননি এই চোটের কারণেই।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান ও ট্রেনার মারিও ভিল্লাভারায়ণ গত কিছুদিনে কয়েক দফায় জানিয়েছেন, সপ্তাহখানেক পরপর পর্যবেক্ষণ করে দেখা হবে মুস্তাফিজের অগ্রগতি।