নাটকীয় হারে লিগ শেষ মোহামেডানের

মুমিনুল হকের অলরাউন্ড নৈপুণ্যে জয় দিয়ে প্রিমিয়ার লিগ শেষ করেছে ভিক্টোরিয়া। শেষটায় এসে এলোমেলো হয় পড়া মোহামেডান হেরেছে ১৭ রানে। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2016, 12:19 PM
Updated : 22 June 2016, 01:06 PM

বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৩ বলে ২০৫ রানে অলআউট হয়ে ভিক্টোরিয়া। জবাবে ৪২ ওভারে ১৮৮ রানে গুটিয়ে যায় মোহামেডান।

লক্ষ্য তাড়ায় দলকে ভালো ভিত এনে দেন নাজিমউদ্দিন ও সৈকত আলী। তাদের দৃঢ়তায় ২ উইকেটে ১৩২ রানের দৃঢ় অবস্থানে দাঁড়ায় মোহামেডান। ৫০ বলে ৫০ রান করেন চলতি লিগে তৃতীয় ম্যাচ খেলতে নামা নাজিম।

এরপরই ছন্দপতন ঘটে দলটির খেলায়। ১৫ রানের মধ্যে ফিরে যান সৈকত, অধিনায়ক নাঈম ইসলাম, আগের ম্যাচে শতক করা আরিফুল হক ও অভিজ্ঞ ফয়সাল হোসেন।

১৪৭ রানে ৬ উইকেট হারানো মোহামেডানের আশা হয়ে টিকেছিলেন মুশফিকুর রহিম। মুমিনুলের বলে স্টাম্পড হয়ে তিনি ফিরে গেলে বড় একটা ধাক্কা খায় দল। ৬৭ বলে দুই চারে ৪৬ রান করেন মুশফিক।

লক্ষ্যটা ছোট ছিল বলে এরপরও ম্যাচে ভালোভাবেই ছিল মোহামেডান। এক সময়ে ৪ উইকেটে ২২ রান প্রয়োজন ছিল তদের। নাজমুল হোসেন মিলনকে কেউ সঙ্গ দিয়ে গেলেই চলত। কিন্তু সেই কাজ করতে পারেননি কেউ।

চার রানের মধ্যে শেষ চার উইকেটে হারিয়ে জয় দিয়ে প্রিমিয়ার লিগ শেষের সুযোগ হারায় মোহামেডান। শেষ ব্যাটসম্যান হিসেবে শুভাশীষ রায় রান আউট হয়ে ফিরে যাওয়ার সময় আরও ৮ ওভার খেলা বাকি ছিল।

২৯ রানে তিন উইকেট নিয়ে মুমিনুল ভিক্টোরিয়ার সেরা বোলার। অলরাউন্ড নৈপুণ্যে তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

এর আগে আব্দুল মজিদ ও ফজলে মাহমুদের দ্রুত বিদায়ে শুরুটা ভালো হয়নি ভিক্টোরিয়ার। তবে মুমিনুল হক ও আল আমিন জুনিয়রের দুই অর্ধশতকে প্রতিরোধ গড়ে দলটি।

শেষ ৬ ইনিংসে পঞ্চম অর্ধশতক পাওয়া মুমিনুল ৬০ বলে করেন ৫৮ রান। আল আমিন জুনিয়র খেলেন ৫৫ রানের আরেকটি ভালো ইনিংস।  

৩ উইকেটে ১৩৩ রানের দৃঢ় অবস্থানে থাকা ভিক্টোরিয়ার দুইশ’ রান নিয়েই শঙ্কা জাগে পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায়। তবে অধিনায়ক নাদিফ চৌধুরীর ২৮ ও কামরুল ইসলাম রাব্বির অপরাজিত ২৬ রানে শেষ পর্যন্ত লড়াইয়ের পুঁজি পায় দলটি।

মোহামেডানের এনামুল হক ৪৫ রানে নেন তিন উইকেট।

১৬ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করল লম্বা সময় পর্যন্ত শিরোপা দৌড়ে থাকা ভিক্টোরিয়া। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করেছে মোহামেডান।

সংক্ষিপ্ত স্কোর:

ভিক্টোরিয়া: ৪৮.৩ ওভারে ২০৫ (মজিদ ৪, মাহমুদ ৩, মুমিনুল ৫৮, আল আমিন জুনিয়র ৫৫, নাদিফ ২৮, ধীমান ৭, জুবায়ের ২, মাহবুবুল ৯, এনামুল ১, রাব্বি ২৬*, মারজান ৩; এনামুল জুনিয়র ৩/৪৫, হাবিবুর ২/৩৩, ফয়সাল ২/৪২, নাঈম ১/২০, শুভাশীষ ১/৩৮)

মোহামডোন: ৪২ ওভারে ১৮৮ (নাজিম ৫০, হামিদুল ১১, সৈকত ৩৫, মুশফিক ৪৬, নাঈম ৫, আরিফুল ২, ফয়সাল ০, নাজমুল ১৮*, হাবিবুর ৯, এনামুল জুনিয়র ২, শুভাশীষ ১; মুমিনুল ৩/২৯, মাহমুদ ২/২৫, আল আমিন জুনিয়র ১/২৬, মাহবুবুল ১/২৭, রাব্বি ১/৩৫)

ফল: ভিক্টোরিয়া ১৭ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: মুমিনুল হক।