দারুণ শতকে চূড়ায় তামিম

ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের লক্ষ্যে গুরুত্বপূর্ণ লড়াইয়ে অসাধারণ এক শতক করেছেন তামিম ইকবাল। অধিনায়কের দুর্দান্ত ইনিংসে প্রাইম ব্যাংকের বিপক্ষে বড় স্কোর গড়েছে আবাহনী লিমিটেড।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2016, 06:51 AM
Updated : 22 June 2016, 01:05 PM

তামিমের ১৪২ রানের ইনিংসটি এবারের লিগে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। আগের সর্বোচ্চ ১৩৯ ছিল আবাহনীর হয়েই লিটন দাসের।

এই ইনিংসের পথে এবারের লিগের রান স্কোরারের তালিকায়ও শীর্ষে উঠে গেছেন তামিম। ১৬ ইনিংসে বাঁহাতি ওপেনারের রান ৭১৪। এটি এবার তামিমের দ্বিতীয় শতক, অর্ধশতক আছে ৪টি।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার শুরু থেকেই নিয়ন্ত্রিত ব্যাট করেছেন তামিম। শুরুটায় ছিলেন সাবধানী। অর্ধশতক স্পর্শ করেন ৭০ বলে।

পঞ্চাশের পর রানের গতি বাড়িয়েছেন, তবে ঝুঁকি নিয়েছেন সামান্যই। এবারের লিগে দ্বিতীয় ও লিস্ট ‘এ’ ক্রিকেটে দশম শতক ছুঁয়েছেন ১১৪ বলে।

এর পর তুলেছেন ঝড়। আরেকপাশে মোসাদ্দেক হোসেনের ব্যাটও তখন ঝলসে উঠেছে। দুজন মিলে কচুকাটা করেছেন প্রাইম ব্যাংকের বোলারদের।

শুভাগত হোমের এক ওভারে দুজন মেরেছেন ৪টি ছক্কা। পরের ওভারে মনির হোসেনকে দুটি ছক্কা মেরেছেন তামিম। উন্মুক্ত চাঁদকে টানা দুই বলে মেরেছেন চার ও ছয়।

শেষ পর্যন্ত আউট হয়েছেন চাঁদের ওই ওভারেই। আরেকটি ছক্কায় চেষ্টায় ধরা পড়েছেন মিড উইকেট সীমানায়। ১১টি চার ও ৪টি ছক্কায় ১৩২ বলে ১৪২।

৫ ছক্কায় ৭৪ বলে মোসাদ্দেক করেছেন ৭৮। আবুল হাসান ১০ বলে ২৬। আবাহনী ৫০ ওভারে তুলেছে ৭ উইকেটে ৩১৬।

তামিমের আগে এবারের লিগে ৭০০ স্পর্শ করা একমাত্র ব্যাটসম্যান ভিক্টোরিয়ার আব্দুল মজিদ এদিন ফতুল্লায় মোহামেডানের বিপক্ষে আউট হয়েছেন ৪ রানে। ১৬ ইনিংসে মজিদের রান ৭০৬।

ভিক্টোরিয়ার হয়েই এবার ৬৭২ নিয়ে লিগ শেষ করছেন আল আমিন; ৬৭১ রান মুমিনুল হকের।