আরিফুলের শতকে মোহামেডানের রোমাঞ্চকর জয়

শিরোপা লড়াইয়ে না থাকা মোহামেডান, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব উপহার দিল সুপার লিগের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচটি। টানা তিন রান আউটের পর শেষ বলে চার হাঁকিয়ে নায়ক আরিফুল হক। সুপার লিগে মোহামেডানকে প্রথম জয় এনে দিতে শতক করেছেন এই অলরাউন্ডার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2016, 12:22 PM
Updated : 20 June 2016, 12:33 PM

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে প্রাইম ব্যাংককে ১ উইকেটে হারিয়েছে মোহামেডান।

টস হেরে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৪ বলে ২৪৪ রানে অলআউট হয়ে যায় প্রাইম ব্যাংক। জবাবে ৯ উইকেট হারিয়ে শেষ বলে লক্ষ্যে পৌঁছায় মোহামেডান।

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি মোহামেডানের। সপ্তম ওভারে ৩৬ রানের মধ্যে ফিরে যান প্রথম তিন ব্যাটসম্যান। ৭৬ রানে বিদায় নেন অধিনায়ক নাঈম ইসলামও।

আরিফুলের সঙ্গে ৬১ রানের জুটি করে ফিরেন প্রতিরোধ গড়া মুশফিকুর রহিম। ৬৩ বলে ৫০ রান করতে ৫টি চার হাঁকান তিনি।

শুরু থেকে সাবলীল ব্যাটিং করা আরিফুলকে খুব একটা সঙ্গ দিতে পারেননি নাজমুল হোসেন মিলন। তবে অভিজ্ঞ ফয়সাল হোসেন সপ্তম উইকেটে গড়েন ৫৯ রানের দারুণ এক জুটি। এক সময়ে দলটিকে ৬ উইকেটে ২৪২ রানে নিয়ে যান তারা। এরপরই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে দলটি।

রুবেল হোসেনের করা শেষ ওভারে ৬ রান প্রয়োজন ছিল মোহামেডানের। প্রথম দুই বলে দুটি সিঙ্গেলসের পর তালগোল পাকিয়ে ফেলে দলটি। টানা তিন রান আউটে আশা জেগে উঠে প্রাইম ব্যাংকের। কিন্তু আরিফুলের চারে জয়ের হাসিতেই মাঠ ছাড়ে মোহামেডান।

১০৩ রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা আরিফুল। তার ৯৯ বলের ইনিংসটি ৬টি চার ও দুটি ছক্কায় সাজানো।

১৫ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে মোহামেডান। ১৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে প্রাইম ব্যাংক।

সংক্ষিপ্ত স্কোর:

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৪৮.৪ ওভারে ২৪৪ (মারুফ ৭, চাঁদ ৪০, জনি ১২, নুরুল ৩১, সাব্বির ৭৭, তাইবুর ১২, শুভাগত ১১, রায়হান ১৫, রুবেল ১০, মনির ১৪, আজিম ০*; নাঈম ২/১৫, ফয়সাল ২/৫০, শহিদুল ২/৫৩, এনামুল জুনিয়র ২/৫৪, শুভাশীষ ১/৩১, হাবিবুর ১/৩৬)

মোহামেডান: ৫০ ওভারে ২৪৭/৯ (সৈকত ৯, হামিদুল ৮, হাবিবুর ১৩, মুশফিক ৫০, নাঈম ১৯, আরিফুল ১০৩*, নাজমুল ১২, ফয়সাল ২৫, এনামুল জুনিয়র ০, শুভাশীষ ০, শহিদুল ০*; রুবেল ২/৫৫, তাইবুর ২/২৯, আজিম ১/৩১, রায়হান ১/৪২)

ফল: মোহামেডান ১ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: আরিফুল হক।