রকিবুলের শতকে টিকে থাকল দোলেশ্বর

ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের শিরোপা স্বপ্ন টিকিয়ে রাখতে ছয় বছর পর লিস্ট ‘এ’ ক্রিকেটে শতক করেছেন রকিবুল হাসান। ভিক্টোরিয়ার স্বপ্ন গুঁড়িয়ে দেওয়া ৯১ রানের জয়ে দারুণ এক ইনিংস খেলেছেন নাসির হোসেনও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2016, 12:01 PM
Updated : 20 June 2016, 12:01 PM

সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩৩৩ রান করে দোলেশ্বর। জবাবে ৪৫ ওভার ২ বলে ২৪২ রানে অলআউট হয়ে যায় ভিক্টোরিয়া।

বড় লক্ষ্য তাড়ায় অর্ধশতক করেন ভিক্টোরিয়ার প্রথম তিন ব্যাটসম্যান। উইকেট ধরে রাখার কাজটা টপ অর্ডার ঠিকঠাক করলেও রানের গতি বাড়ানোর কাজটা মোটেও করতে পারেননি তারা। তাই ১ উইকেটে ১৪৯ রানের ভিত পাওয়ার পরও বড় ব্যবধানে হারতে হল ভিক্টোরিয়াকে।

চলতি আসরে প্রথম ব্যাটসম্যান হিসেবে সাতশ’ রান ছাড়িয়ে যাওয়া আব্দুল মজিদ ৫১ বলে করেন ৫০ রান। বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক ৬১ রান করতে খেলেন ৫৭ বল।

ভিক্টোরিয়াকে চাপে ফেলে যুবায়ের আহমেদের মন্থর ব্যাটিং। ৩০তম ওভারে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ৫৬ রান করতে খেলেন ৯৭ বল। প্রায় সাড়ে তিনশ’ রানের লক্ষ্য তাড়ায় এই ব্যাটিং দলের জন্য সহায়ক ছিল না।  

রান-বলের টানা-পোড়েনের সঙ্গে পেরে উঠেননি পরের ব্যাটসম্যানরা। দ্রুত রান তোলার চেষ্টায় ৪৬তম ওভারেই অলআউট হয়ে যায় দলটি। চোটের জন্য ব্যাটিং করেননি ভিক্টোরিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যান মাহমুদুল হক।

এর আগে রকিবুল, নাসির আর শচিন বেবির তিন ইনিংসে বিশাল সংগ্রহ গড়ে দোলেশ্বর। ২০১০ সালের পর লিস্ট ‘এ’ ক্রিকেটে শতক করা রকিবুল ফিরেন ঠিক ১০০ রান করে।

১০টি চারে গড়া ৯৬ বলের ইনিংসে লিগে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার দুই নম্বরে উঠে এসেছেন রকিবুল (৬৫৩)। তার সামনে আছেন কেবল মজিদ (৭০২)।

রকিবুলের সঙ্গে ১২৪ রানের জুটি উপহার দেওয়া শচিন ৫৯ রানের আরেকটি ভালো জুটি গড়েন নাসিরের সঙ্গে। ৯২ বলে ৬৪ রান করে ভারতীয় ক্রিকেটার শচিন ফিরে যাওয়ার পর বোলারদের ওপর চড়াও হন নাসির।

প্রিমিয়ার লিগ দিয়ে ছন্দে ফেরা ‘দ্য ফিনিশার’ নাসির অপরাজিত থাকেন ৭৪ রানে। তার ৪২ বলের ঝড়ো ইনিংসটি ৯টি চার ও দুটি ছক্কা সমৃদ্ধ।

১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে সুপার লিগ শুরু করা ভিক্টোরিয়ার শিরোপা স্বপ্ন ভাঙল এই হারে। ১৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে দলটি।

দিনের অন্য ম্যাচে লেজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়ে শীর্ষে উঠেছে আবাহনী। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ২০, সমান ম্যাচে দোলেশ্বরের ১৮। ১৫ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে দুই নম্বরে রয়েছে রূপগঞ্জ।

স্থগিত হয়ে আছে আবাহনী-দোলেশ্বর ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর:

প্রাইম দোলেশ্বর: ৫০ ওভারে ৩৩৩/৫ (ইমতিয়াজ ৮, রকিবুল ১০০,রনি ৩৬, শচিন ৬৪, নাসির ৭৪*, রেজা ১২, জিয়া ২১*; মারজান ২/৫১, রাব্বি ২/৬৯, এনামুল ১/৪৮)

ভিক্টোরিয়া: ৪৫.২ ওভারে ২৪২ (মজিদ ৫০, যুবায়ের ৫৬, মুমিনুল ৬১, আল আমিন জুনিয়র ৭, নাদিফ ২৪, এনামুল ০, মাহবুবুল ২৫, মারজান ০, হুমায়ুন ২, রাব্বি ০, মাহমুদুল- অনুপস্থিত; সানজামুল ৩/৪৪, আল আমিন ২/৩৭, রাহাতুল ২/৪৭, নাসির ১/৩০, ইমতিয়াজ ১/৫৫)

ফল: প্রাইম দোলেশ্বর ৯১ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: রকিবুল হাসান।