প্রশ্নবিদ্ধ এরাঙ্গার বোলিং অ্যাকশন

ইংল্যান্ড সফরে পেসারদের চোট সমস্যায় জর্জর শ্রীলঙ্কা আরেকটি বড় ধাক্কা খেয়েছে।  দ্বিতীয় টেস্টে প্রশ্নবিদ্ধ হয়েছে ডানহাতি পেসার শামিন্দা এরাঙ্গার বোলিং অ্যাকশন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2016, 12:44 PM
Updated : 31 May 2016, 12:44 PM

নিয়ম অনুযায়ী, ১৪ দিনের মধ্যে আইসিসি স্বীকৃত কোনো পরীক্ষাগারে অ্যাকশনের পরীক্ষা দিতে হবে এরাঙ্গাকে। সেটির ফল না আসা পর্যন্ত বোলিং চালিয়ে যেতে পারবেন তিনি।

চেস্টার-লি-স্ট্রিট টেস্টে ইংল্যান্ডের কাছে ৯ উইকেটে হারে শ্রীলঙ্কা। এই ম্যাচে মাঠের আম্পায়ার ছিলেন আলিম দার ও এস রবি, ম্যাচ রেফারি ছিলেন অ্যান্ডি পাইক্রফট।

আঠারোতম টেস্টে এসে প্রশ্নবিদ্ধ হল এরাঙ্গার বোলিং অ্যাকশন। ক্যারিয়ারেই এই প্রথম তার বিপক্ষে এই অভিযোগ উঠল।

চোটের জন্য এরই মধ্যে দুই নির্ভরযোগ্য পেসার ধাম্মিকা প্রসাদ ও দুশমন্থ চামিরাকে হারিয়েছে শ্রীলঙ্কা।

টানা দুই ম্যাচ হেরে তিন টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে অ্যাঞ্জেলো ম্যাথিউসের দল। দলের মতো ইংল্যান্ড সফরে সময় ভালো কাটছে না এরাঙ্গারও। তিন ইনিঙসে ৪৭ ওভার বল করে একটি উইকেট পেয়েছেন তিনি।