তিন সংস্করণেই কোহলিকে ভারতের নেতৃত্বে চান শাস্ত্রি

ভারত দলের সাবেক পরিচালক রবি শাস্ত্রি মনে করছেন মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে সব সংস্করণের নেতৃত্ব নিতে প্রস্তুত বিরাট কোহলি। শাস্ত্রির মতে, ভারতীয় ক্রিকেটের স্বার্থে এই পরিবর্তনের এটাই সঠিক সময়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2016, 12:21 PM
Updated : 31 May 2016, 12:21 PM

টেস্ট ক্রিকেট থেকে ধোনি অবসর নেওয়ার পর কোহলির নেতৃত্বেই খেলছে ভারত। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এখনও দলকে নেতৃত্ব দিচ্ছেন ধোনি।

ইন্ডিয়া টুডে টেলিভিশনকে শাস্ত্রি বলেন, “আমি অবশ্যই মনে করি এটা (কোহলিকে সব সংস্করণে নেতৃত্বে আনা উচিত)। বিশ্বকাপের আগে আগামী তিন বছরে বড় কোনো ইভেন্ট নেই। তাই এটাই আপনার ভাবার এবং গড়ার সেরা সময়।”

সাবেক ক্রিকেটার শাস্ত্রি জানান, ভারতের নির্বাচক কমিটির চেয়ারম্যান হলে তিনি অবশ্যই কোহলিকে নেতৃত্বে আনার ব্যাপারটি ভাবতেন।

ধোনিকে সীমিত ওভারের ক্রিকেটের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটি খুব কঠিন হবে বলে মানছেন শাস্ত্রি।

“জীবনের মতো এখানেও কঠিন সিদ্ধান্ত নিতে হয়। এতে ভুল কিছু নেই, এটা হবে ভারতীয় ক্রিকেটে স্বার্থে।” 

২০১৪ সালের অগাস্ট থেকে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দুই বছরের জন্য ভারত দলের পরিচালক হিসেবে কাজ করেন শাস্ত্রি।

২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত সব সংস্করণে ভারতের অধিনায়ক ছিলেন ধোনি। অস্ট্রেলিয়ার সফরের মাঝপথে তিনি টেস্ট থেকে অবসর নেন। সফরে পরের টেস্টে দলকে নেতৃত্ব দেন কোহলি।

দলকে কাছ থেকে দেখা সাবেক অলরাউন্ডার শাস্ত্রি মনে করেন, নেতৃত্বে না থাকলেও খেলোয়াড় হিসেবে দেশকে এখনও অনেক কিছু দেওয়ার আছে ধোনির।