এবার মাশরাফির ৬ উইকেট

কদিন আগে খুনে এক শতকে ঢাকা প্রিমিয়ার লিগ মাতিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। এবার জ্বলে উঠলেন বিধ্বংসী বোলিংয়ে। লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক নিয়েছেন ৬ উইকেট।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2016, 07:37 AM
Updated : 30 May 2016, 11:17 AM

মাশরাফির দুর্দান্ত বোলিংয়ে ফতুল্লায় ১৯১ রানে গুটিয়ে গেছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা রূপগঞ্জ। ১০ ওভারে ৪২ রান দিয়ে মাশরাফি নিয়েছেন ৬ উইকেট।

লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি মাশরাফির দ্বিতীয় ৬ উইকেট। আগের বার পেয়েছিলেন জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে নাইরোবিতে ৬ উইকেট নিয়েছিলেন ২৬ রানে।

দুই বার ৬ উইকেটের বাইরে লিস্ট ‘এ’ ক্রিকেটে মাশরাফির ৫ উইকেট আছে একবার। ২০০৭ সালে জাতীয় লিগের ওয়ানডেতে খুলনার হয়ে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ৩১ রানে নিয়েছিলেন ৫ উইকেট।

সোমবার ফতুল্লায় পঞ্চম বোলার হিসেবে আক্রমণে এসেছিলেন মাশরাফি। দারুণ ফর্মে থাকা মোহাম্মদ মিঠুন এদিনও থিতু হয়ে গিয়েছিলেন উইকেটে। প্রথম ওভারেই তাকে আউট করেন মাশরাফি। প্রথম স্পেলে নিয়েছেন ফর্মে থাকা মোশাররফ হোসেনের উইকেটও।

প্রথম ৭ ওভারে উইকেট ছিল ওই দুটিই। শেষ দিকে উইকেট নিয়েছেন জোড়ায় জোড়ায়। সাজ্জাদুল হক ও নাহিদুল ইসলামকে আউট করছেন পর পর দুই বলে। ইনিংসের ৪৯তম ও নিজের শেষ ওভারে নিয়েছেন আরও ২ উইকেট। বিপজ্জনক আলাউদ্দিন বাবুকে ফিরিয়ে পূর্ণ করেছেন পঞ্চম উইকেট। ১০ ওভারের কোটার শেষ বলে আউট করেছেন মেহেদি হাসান রানাকে।

এবারের লিগে এই প্রথম ৬ উইকেট পেলেন কোনো পেসার। এর আগে ৬ উইকেট পাওয়া বাকি দুজনই স্পিনার। লিগের প্রথম দিনে ৩৪ রানে ৬ উইকেট পেয়েছিলেন আবাহনী লেগ স্পিনার জুবায়ের হোসেন। পরে ৩৫ রানে ৬টি নিয়েছিলেন ভিক্টোরিয়ার শ্রীলঙ্কান বাঁহাতি স্পিনার চতুরঙ্গা ডি সিলভা।

এবারের লিগে উইকেট নিয়মিতই পাচ্ছেন মাশরাফি। এর আগে ৪ উইকেট পেয়েছিলেন এক বার। ৯ ম্যাচে উইকেট এখন ২০টি। লিগের উইকেট শিকারিদের তালিকায় আপাতত আছেন দুই নম্বরে।

গত ১৪ মে মাশরাফি ঝড় তুলেছিলেন ব্যাট হাতে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৫০ বলে শতক করেছেন, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দ্রুততম। সব মিলিয়ে আছেন অসাধারণ ফর্মে।

প্লেয়ার্স ড্রাফটে যাকে নিতে বড় দলগুলির ছিল চরম অনাগ্রহ, সেই মাশরাফি যথরীতি জবাব দিয়ে চলেছেন মাঠের ক্রিকেটে।