জয়ের কাজ এগিয়ে রাখল মুশফিকরা

দিনের তিন ম্যাচের মধ্যে কেবল এটিতেই খেলা শুরু হয়েছিল সময়মতো; তবে শেষ হতে পারেনি। বৃষ্টির বাধায় কমেছে ম্যাচের দৈর্ঘ্য, তার পর গড়িয়েছে রিজার্ভ ডেতে। তবে এর মধ্যেই মোহামেডানকে জয়ের ভিত্তি গড়ে দিয়েছেন বোলাররা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2016, 12:00 PM
Updated : 28 May 2016, 01:39 PM

ফতুল্লায় সিসিএস ইনিংসের ৮.২ ওভার পর নামা বৃষ্টিতে খেলা বন্ধ ছিল অনেকক্ষণ। ম্যাচ নেমে আসে ২৫ ওভারে। সিসিএস শেষ ওভারে গুটিয়ে যায় ১৪৯ রানে। মোহামেডানকে আরও একবার প্রয়োজনের সময় উইকেট এনে দিয়েছেন আরিফুল হক। নতুন বলে ভালো করেছেন অফ স্পিনার হাবিবুর রহমান।

মোহামেডান ২.২ ওভারে বিনা উইকেটে ১৩ রান তোলার পর আরেক দফা বৃষ্টিতে শেষ হয় দিনের খেলা।

প্রথম দফা বৃষ্টির আগেই সিসিএস হারায় ২ উইকেট। বৃষ্টির পর বিদায় নেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অধিনায়ক রাজিন সালেহ। সিসিএসের রান তখন ৩ উইকেটে ৪২।

তৃতীয় উইকেটে ৪৯ বলে ৫৮ রানের জুটি গড়েন সালমান ও অমিত। ৮ চারে ৫২ বলে ৫৮ করেন সালমান হোসেন। ২ ছক্কায় ২৪ করেছেন অমিত মজুমদার। দুজনকেই ফিরিয়েছেন আরিফুল।

আটে নেমে উত্তম সরকারের ১৭ বলে অপরাজিত ২৩ রানে সিসিএসের রান যায় দেড়শর কাছাকাছি।

ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে মোহামেডানের লক্ষ্যও ঠিক সিসিএসের রানের সমান, ১৪৯। রান তাড়ার শুরুতেই এজাজ আহমেদ স্বভাব সুলভ ব্যাটিংয়ে ছক্কা মেরেছেন দুটি। তবে বৃষ্টি এসে থামিয়েছে তাকে।

সংক্ষিপ্ত স্কোর:

সিসিএস: ২৪.৫ ওভারে ১৪৯ (পিনাক ১, রাজিন ১০, সাইফ ১৩, সালমান ৫৮, অমিদ ২৪, মেহরাব ০, সাঈদ ০, উত্তম ২৩*, নাসুম ৯, নবি ০, শাওন ১*; শুভাশিস ১/২২, হাবিবুর ২/২৩, নাঈম জুনিয়র ১/২৮, এনামুল জুনিয়র ১/৩২, নাঈম ০/১৩, আরিফুল ৩/২৯)।

মোহামেডান: ২.২ ওভারে ১৩/০ (এজাজ ১২*, নাঈম ১*; নাসুম ০/৬, শাওন ০/৭)।

ফল: ম্যাচ রিজার্ভ ডে।