অতৃপ্তি নিয়ে ফিরলেন সাকিব

আইপিএলের এবারের আসরে নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট নন সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার জানিয়েছেন, টুর্নামেন্টে আরও অনেক ভালো করার সুযোগ ছিল তার। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2016, 01:58 PM
Updated : 27 May 2016, 04:04 PM

কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবার ১০ ম্যাচ খেলে ৫ উইকেট নেন সাকিব। কোনো ম্যাচেই এক উইকেটের বেশি নিতে পারেননি তিনি। ৪৮.৬০ গড়ে উইকেট নেওয়া এই বাঁহাতি স্পিনার ওভার প্রতি রান দেন ৭.৮৩ করে। দুটোই তার ক্যারিয়ার গড়ের (২০.৫৯ ও ৬.৭৪) চেয়ে অনেক বেশি। 
 
আইপিএলে নিজের সেরা ইনিংসটি এবারই খেলেন সাকিব। গুজরাট লায়ন্সের বিপক্ষে অপরাজিত ৬৬ রানের সেই ইনিংসের আগে-পরে ব্যাটিংয়ে একরকম ব্যর্থই ছিলেন তিনি। সব মিলিয়ে সাত ইনিংসে ১১৪ রানের বেশি করতে পারেননি তিনি।   
 
শুক্রবার দেশে ফিরে বিমানবন্দরে নিজের পারফরম্যান্স নিয়ে সাকিব বলেন, “টুর্নামেন্টে দলের পারফরম্যান্স ভালো ছিল। আমার ব্যক্তিগত দিক থেকে আরও অনেক ভালো করার সুযোগ ছিল। ওই রকম ভালো কোনো পারফরম্যান্স করিনি, সন্তুষ্ট থাকার মতো।” 
 
টানা তিন টুর্নামেন্টে খেলা সাকিবের বিশ্রামের খুব একটা সুযোগ নেই। এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই খেলেন আইপিএলে। এখন খেলতে হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। 
 
সাকিবের দল আবাহনী লিগে খুব একটা স্বস্তিতে নেই। অষ্টম রাউন্ড শেষে ৮ পয়েন্ট নিয়ে দলটি রয়েছে সাত নম্বরে। সুপার লিগে যাওয়ার পথ তাই সহজ নয় দলটির জন্য। 
 
আগামী শনিবার শক্তিশালী প্রাইম দোলেশ্বরের মুখোমুখি হবে আবাহনী। সেই ম্যাচে দেখা যেতে পারে সাকিবকে।
 
“এখন আপাতত পরিকল্পনা বাসায় গিয়ে বিশ্রাম নেওয়া। আমি জানি না দল কি অবস্থায় আছে। খেলি তারপর দেখা যাবে।”