জিম্বাবুয়ে সফরে ভারতের কোচ বাঙ্গার

সাবেক অলরাউন্ডার সঞ্জয় বাঙ্গারকে জিম্বাবুয়ে সফরে ভারত দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিসিআই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2016, 07:56 AM
Updated : 27 May 2016, 07:56 AM

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের পরিচালক রবি শাস্ত্রির অধীনে সহকারী কোচ ছিলেন ৪৩ বছর বয়সী বাঙ্গার।

‘খুব ছোট সফর’ বিবেচনায় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত দলের সঙ্গে কোনো বোলিং কোচ পাঠাচ্ছে না বিসিসিআই। ফিল্ডিং কোচ হিসেবে সফরে নিয়োগ পেয়েছেন ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে কাজ করা অভয় শর্মা।

১৫ সদস্যের ভারত দলে বড় নাম একটিই- অধিনায়ক ধোনি। জিম্বাবুয়ে সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তার দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পরিচালক শাস্ত্রি ও দলের সব কোচের মেয়াদ শেষ হয়। ভারতীয় ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছিল, জিম্বাবুয়ে সফরে থাকবে অন্তর্বর্তীকালীন কোচ। আগামী জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে প্রধান কোচ পদে নিয়োগ চূড়ান্ত করবে তারা। তার জন্য আবেদনের সর্বশেষ তারিখ ১০ জুন।