কলকাতার জয়ে উইকেটশূন্য সাকিব

দুই ম্যাচ বাইরে থাকার পর একাদশে ফিরলেন সাকিব আল হাসান। তবে করতে পারলেন না জায়গা ধরে রাখার মত দারুণ কিছু। সুযোগ পাননি পাননি ব্যাটিংয়ের। বল হাতে ৩ ওভারে পাননি উইকেট।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2016, 06:22 PM
Updated : 4 May 2016, 06:22 PM

সাকিবের দল অবশ্য জিতেছে। ঘরের মাঠ ইডেন গার্ডেনসে উত্তেজনাপূর্ণ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৭ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৯ ম্যাচে ৬ জয় নিয়ে আপাতত তারা শীর্ষে।

৩ ওভারে ২১ রান দিয়ে উইকেটশুন্য ছিলেন সাকিব।

কলকাতাকে ১০১ রানের উদ্বোধনী জুটি এনে দেন গৌতম গম্ভীর ও রবিন উথাপ্পা। ৪৫ বলে ৫৪ করেন গম্ভীর, ৪৯ বলে ৭০ উথাপ্পা।

কিংস ইলেভেন বোলারদের দুর্দান্ত বোলিংয়ে শেষ দিকে ততটা ঝড় তুলতে পারেনি ইউসুফ পাঠান (১৬ বলে ১৯*) ও আন্দ্রে রাসেল (১০ বলে ১৬*)। ২০ ওভারে কলকাতা তোলে ২ উইকেটে ১৬৪।

রাসেল বল হাতে ছিলেন দুর্দান্ত। প্রথম ২ ওভারেই নেন ২ উইকেট। সঙ্গে মর্নে মর্কেল, পিযুষ চাওলাদের বোলিংয়ে ৯ ওভারে ৫২ রানে ৪ উইকেট হারায় কিংস ইলেভেন।

পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটিকে ম্যাচে ফেরান গ্লেন ম্যাক্সওয়েল। বিস্ফোরক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান করেন ৪২ বলে ৬৮। শেষ দিকে রাসেলকে দারুণ দুটি ছক্কায় ম্যাচ জমিয়ে দেন আকসার প্যাটেল (৮ বলে ২১)।

শেষ ওভারে কিংস ইলেভেনের প্রয়োজন ছিল ১২। কিন্তু স্নায়ু নিয়ন্ত্রণে রেখে কার্যকর বোলিং করেন রাসেল। ৪ রানের বেশি নিতে পারেনি কিংস ইলেভেন।

২০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা রাসেল।

সাকিবদের পরের ম্যাচ রোববার গুজরাট লায়ন্সের বিপক্ষে।