সালমা-লতার নৈপুণ্যে মোহামেডানের বিশাল জয়

ফারজানা হকের ব্যাট থেকে এলো অর্ধশতক। দারুণ অলরাউন্ড পারফরম্যান্স দেখালেন সালমা খাতুন ও লতা মণ্ডল। সঙ্গে বল হাতে তাহিন তাহেরা জ্বলে উঠায় গুলশান ইয়ুথকে উড়িয়ে দিল মোহামেডান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2016, 03:42 PM
Updated : 4 May 2016, 03:42 PM

মেয়েদের প্রিমিয়ার লিগে গুলশাল ইয়ুথকে ১২০ রানের হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে মোহামেডান।

বিকেএসপিতে মোহামেডান ৩৭ রানের মধ্যেই হারিয়ে ফেলেছিল ৩ উইকেট। কিন্তু ফারজানা লতাদের ব্যাটিংয়ে ছিল না সেটির প্রভাব। চারে নেমে লতা করেছেন ৩৪, পাঁচে নেমে ফারজানা ৫১।

অধিনায়ক সালমা অপরাজিত থাকেন ৩৮ বলে ৪০ রান করে। প্রথম ম্যাচের নায়ক শরিফা খাতুন অপরাজিত ১৮ বলে ২৬ রানে।

গুলশানের চম্পা চাকমা নেন দুটি উইকেট। নিধারিত ৪০ ওভারে মোহামেডান করে ৫ উইকেটে ১৯৮।

বড় রান তাড়ায় গুলশান ম্যাচে ছিল না কখনোই। শুরু থেকেই তারা নিয়মিত হারিয়েছে উইকেট। একা মল্লিকের ১৮ রানই দলের সর্বোচ্চ। গুটিয়ে যায় তারা ৭৮ রানে।

৩০ রানে ৪ উইকেট নেন মোহামেডানের তাহিন তাহেরা, একটি করে সালতা ও খাদিজাতুল কুবরা।

ব্যাটে ৩৪ রানের পর বল হাতে ৮ ওভারে ১৫ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা লতা মণ্ডল।