তুষার ইমরানের জরিমানা

ম্যাচ চলার সময়ে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করায় জরিমানা দিতে হচ্ছে তুষার ইমরানকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2016, 03:31 PM
Updated : 2 May 2016, 04:17 PM

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক তুষারকে  ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত শনিবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে আবাহনীর বিপক্ষে একটি আউটের আবেদন নিয়ে মাঠের আম্পায়ার নাদির শাহর সঙ্গে বিতর্কে জড়ান তুষার।

আবাহনী ইনিংসের ৩৩তম ওভারে ফিরতি ক্যাচ নেওয়ার আবেদন করেন তুষার। আলোচনার পর নাদির ও লেগ আম্পায়ার আখতারুজ্জামান তুষারের আবেদন নাকচ করে দেন।

আম্পায়ারের সিদ্ধান্ত নেমে নিতে পারেননি তুষার। নাদিরের সঙ্গে তর্কে লিপ্ত হন অভিজ্ঞ এই ক্রিকেটার। এক পর্যায়ে বোলার তুষার ও ব্যাটসম্যান উদয় কাউল একে অপরের দিকে তেড়ে যান। তবে আম্পায়ার ও দুই দলের খেলোয়াড়রা তাদের থামিয়ে দেন।

তুষারের ব্যাপারে অভিযোগ করেন মাঠের দুই আম্পায়ার।

দোষ স্বীকার করে ম্যাচ রেফারি বেলায়েত হোসেনের দেওয়া শাস্তি মেনে নেন তুষার। তাই কোনো আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।