মোহামেডানকে জেতালেন শরিফা, রূপালী ব্যাংককে শায়লা

মেয়েদের প্রিমিয়ার লিগ ক্রিকেটের প্রথম দিনে শরিফা খাতুনের অলরাউন্ড পারফরম্যান্সে জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, শায়লা শারমিনের নৈপুণ্যে জিতেছে রূপালী ব্যাংক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2016, 03:02 PM
Updated : 2 May 2016, 03:02 PM

গুলশান ইয়ুথ ক্লাব মাঠে ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে ১০৯ রানে হারিয়েছে মোহামেডান। নির্ধারিত ৪০ ওভারের শেষ ওভারে ১৯৯ রানে অল আউট হয় সালমা খাতুনের দল।

ওপেনার শম্পা বিশ্বাস করেন ৩৭ রান, লতা মন্ডল ২৭ বলে ২৮, ফাতেমা আক্তার ২৫। আটে নেমে অধিনায়ক সালমা করেন ৩১। মোহামেডানকে দুইশর কাছাকাছি নিয়ে যায় নয় নম্বরে নামা শরিফার ১৯ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস।

ইন্দিরা রোডের হ্যাপি আলম ও শামিমা আক্তার ৩টি করে উইকেট নেন, ফাতেমা জাহান দুটি।

ফাতেমা পরে ব্যাট হাতে করেন ২২। ২৮ করেছেন পূজা দাস, ২০ সুরভি রয়। দু অঙ্ক ছুঁতে পারেনি আর কেউ। ৩৩.৪ ওভারে ১০৯ রানে গুটিয়ে যায় ইন্দিরা রোড।

ব্যাটিংয়ে ঝড় তোলার পর বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা মোহামেডানের শরিফা। দুটি উইকেট নিয়েছেন লতাও।

বিকেএসপিতে গুলশান ইয়ুথ ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে এবারের দলবদলের চমক রূপালী ব্যাংক।

গুলশান ইয়ুথের ওপেনার আয়েশা আক্তারের ব্যাট থেকে এসেছে লিগের প্রথম অর্ধশতক। ১১১ বলে করেছেন ৬৪। আরেক ওপেনার একা মল্লিক ২০, তিনে নেমে চম্পা চাকমাও ২০। কিন্তু পরের ৬ ব্যাটার মিলে করেছেন মোট ১৪ রান! ৪০ ওভারে ১৩৭ রানে থমকে যায় তারা।

রূপালী ব্যাংকের অধিনায়ক ও কোচ দুটোরই দায়িত্বে থাকা সাথিরা জাকির জেসি নিয়েছেন ৩ উইকেট। ৮ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ১ উইকেট শায়লা শারমিন।

শায়লা পরে ব্যাট হাতেও চারে নেমে ৩৩ রান করে ম্যাচ-সেরা। তিনে নেমে সানজিদা ইসলাম করেছেন ৪৮। অতিরিক্ত এসেছে ৩০। ৫৭ বল বাকি রেখে জিতে যায় রূপালী ব্যাংক।