মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভোজেস

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ম্যাচে খেলার সময় মাথার পেছন দিকে বল লেগে আঘাত পেয়েছেন অ্যাডাম ভোজেস। সতর্কতা হিসেবে হাসপাতালে নেওয়া হয় অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যানকে। তবে তাকে এরই মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2016, 12:33 PM
Updated : 2 May 2016, 12:33 PM

কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে হ্যাম্পশায়ারের বিপক্ষে ম্যাচের প্রথম দিন আঘাত পাওয়ার আগে স্লিপে ফিল্ডিং করছিলেন মিডলসেক্সের অধিনায়ক ভোজেস।

মাইকেল কারবেরি চার হাঁকানোর পর বদলি ফিল্ডার ওলি রায়নারের বল ছোড়েন উইকেটরক্ষকের দিকে। উইকেটরক্ষক জন সিম্পসনকে ফাঁকি দিয়ে বল আঘাত হানে ভোজেসের মাথার পেছন দিকে।

৩৬ বছর বয়সী ভোজেস সাথে সাথেই মাঠে পড়ে যান। তবে দুই দলের ফিজিওর সহায়তায় হেঁটেই মাঠ ছাড়েন তিনি। ফিজিও তার কাছে পৌঁছানো পর্যন্ত সচেতনই ছিলেন ভোজেস।

মিডলসেক্সের ক্রিকেট পরিচালক অ্যাঙ্গাস ফ্রেজার জানান, ড্রেসিং রুমে যাওয়ার পর ভোজেস ভালো বোধ না করায় পরীক্ষার জন্য তাকে হাসাতালে পাঠানো হয়।