শেখ জামালকে গুঁড়িয়ে দিলেন ফরহাদ-সানজামুল

১০০ ওভারের ম্যাচ, হলো না ৫০ ওভারও। প্রথম ইনিংস বিরতি যখন হওয়ার কথা, ম্যাচ শেষ তার আগেই! প্রথম দুই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে আকাশে উড়ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এক ঝটকায় তাদের মাটিতে নামাল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। শেখ জামালকে গুঁড়িয়ে দিয়ে প্রথম দল হিসেবে এবারের লিগে টানা তিন জয় পেয়েছে দোলেশ্বর।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2016, 08:56 AM
Updated : 30 April 2016, 01:59 PM

ফতুল্লায় ফরহাদ রেজা ও সানজামুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ২৭.১ ওভারে ৯৯ রানেই গুটিয়ে যায় মাহমুদউল্লাহর শেখ জামাল। ২০.১ ওভারে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় দোলেশ্বর।

শুরুতেই মাহবুবুল করিমকে ফিরিয়ে শেখ জামালকে বড় ধাক্কা দেন আল আমিন হোসেন। আগের দুই ম্যাচে ৭২ বলে ৭৮ ও ১১০ বলে ১৩০ রানের ইনিংসে ম্যাচসেরা হওয়া ওপেনার এবার ১ রানেই ধরা পড়েন ফরহাদ রেজার হাতে।

ফরহাদ পরে জ্বলে ওঠেন বল হাতে। নিজের প্রথম বলেই আউট করেন জয়রাজ শেখকে (৯)। দোলেশ্বর অধিনায়ক একে একে তুলে নেন মাহমুদউল্লাহ, নাজমুস সাদাত ও সোহাগ গাজীকে।

ছয়ে নেমে পাল্টা আক্রমণে রান বাড়ানোর চেষ্টা করেছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো পেরেরা। কিন্তু জমে ওঠার আগেই তাকে (২৪ বলে ৩৩) ফিরিয়ে দেন সানজামুল ইসলাম। আগের ম্যাচে শেষ বলে ছক্কার নায়ক মুক্তার আলিকেও ফেরান এই বাঁহাতি স্পিনার।

শেষ পর্যন্ত তিন অঙ্কও ছুঁতে পারেনি আগের ম্যাচে ২৮৭ রান তাড়া করা শেখ জামাল।

সহজ রান তাড়ায় ইনিংসের প্রথম বলেই সোহাগ গাজী বোল্ড করে দেন ইমতিয়াজ হোসেনকে। শফিউল ইসলাম ফেরান আরেক ওপেনার রনি তালুকদারকে।

তবে রকিবুল হাসান ও চামারা সিলভা দলকে জয় এনে দেন অনায়াসেই। ৬৭ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন রকিবুল। প্রথম ম্যাচ খেলতে নামা লঙ্কান ব্যাটসম্যান চামারা সিলভা অপরাজিত ২৫ বলে ২৭ রানে।

আগের ম্যাচে ১০ ওভারে ৮০ রান গোণা ফরহাদ এবার ম্যাচ সেরা ২০ রানে ৪ উইকেট নিয়ে।

সংক্ষিপ্ত স্কোর:

শেখ জামাল: ২৭.১ ওভারে ৯৯ (জয়রাজ ৯, মাহবুবুল ১, মার্শাল ১, মাহমুদউল্লাহ ২৪, সাদাত ৮, পেরেরা ৩৩, মুক্তার ১, জাবিদ ৯*, সোহাগ ০, শফিউল ১, ওয়াহিদুল ৮; রেজাউল ০/১৮, আল আমিন ২/২৫, ফরহাদ ৪/২০, নাসির ১/৯, সানজামুল ৩/২৪)।

প্রাইম দোলেশ্বর: ২০.১ ওভারে ১০১/২ (ইমতিয়াজ ০, রনি ১৭, রকিবুল ৫৩*, চামারা ২৭*; সোহাগ ১/২০, ওয়াহিদুল ০/১৪, মাহমুদউল্লাহ ০/১১, শফিউল ১/১২, মুক্তার ০/১৮, জয়রাজ ০/২১, সাদাত ০/৪)।

ফল: প্রাইম দোলেশ্বর ৮ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: ফরহাদ রেজা