এবার জুবায়ের নিলেন ৪ উইকেট

প্রথম ম্যাচে ৬ উইকেট নেওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগে তৃতীয় ম্যাচে জুবায়ের হোসেন নিয়েছেন ৪ উইকেট।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2016, 08:07 AM
Updated : 30 April 2016, 02:00 PM

বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আবাহনী লিমিটেডকে ম্যাচে ফিরিয়েছেন তরুণ এই লেগ স্পিনারই।

ইমরুল কায়েস ও শাহরিয়ার নাফীস উদ্বোধনী জুটিতেই ব্রাদার্সকে এনে দেন ৭৬ রান। দ্বিতীয় উইকেটে ইমরুল ও তুষার ইমরান গড়েন ৫২ রানের জুটি।

প্রথম স্পেলে ৩ ওভারে ১৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন জুবায়ের। দ্বিতীয় স্পেলে ফিরে প্রথম ওভারে ফেরান ইমরুল-তুষার দুজনকেই।

২০ রান করা তুষারকে ফিরিয়ে ভাঙেন জুটি, ২ বল পরে ফেরান ৬৯ রান করা ইমরুলকেও।

পরের ওভারে দুটি চার হজম করেন শন উইলিয়ামসের ব্যাটে। কিন্তু ওভারের শেষ বলে বোল্ড করে দেন রুমান আহমেদকে।

ছেড়ে দেননি সেই উইলিয়ামসকেও। জুবায়েরকে পরের ওভারে আরও একটি চার মারেন জিম্বাবুয়ের এই ব্যাটসম্যান। কিন্তু পরের বলেই তাকে ফেরান জুবায়ের।

১ উইকেটে ১২৮ রান নিয়ে বড় স্কোরের পথে ছিল ব্রাদার্স; জুবায়ের এক স্পেলেই তাদের রান হয়ে যায় ৬ উইকেটে ১৪৯!

৭ ওভারে ৪৪ রান দিয়ে জুবায়ের নেন ৪ উইকেট। পরের ৩ ওভার আর বোলিং পাননি।

ব্রাদার্স ৫০ ওভারে ৯ উইকেটে তুলতে পারে ২৪৪।

লিগের প্রথম দিনে ফতুল্লায় কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ৩৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন জুবায়ের। পরের ম্যাচে মিরপুরে ছিলেন বিবর্ণ, ঠিক জায়গায় বলই ফেলতে পারছিলেন না। ৫ ওভারে ৩৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

তৃতীয় ম্যাচেই আবার ফিরলেন উইকেটে। জুবায়েরের পারফরম্যান্সে ফুটে উঠছে যেন লেগ স্পিনারের চিরায়ত চরিত্র। একটু খরুচে, কিন্তু ছন্দ পেলেই উইকেট শিকারি।