চট্টগ্রাম প্রিমিয়ার লিগ শুরু শুক্রবার

শহীদ শাহজাহান সংঘ ও মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের (লাল) ম্যাচ দিয়ে আগামী শুক্রবার শুরু হবে চট্টগ্রাম প্রিমিয়ার লিগ ক্রিকেট।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2016, 02:49 PM
Updated : 28 April 2016, 02:49 PM

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ক্রিকেট কমিটির সম্পাদক একেএম আব্দুল হান্নান আকবর জানান, এ বছর প্রিমিয়ার লিগে ১২টি দল অংশ নিচ্ছে। মোট ম্যাচ হবে ৬৬টি।

শহীদ শাহজাহান সংঘ আর মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ছাড়া এবারের লিগের বাকি দলগুলো হচ্ছে ইস্পাহানি স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম আবাহনী লিমিটেড, এফএমসি স্পোর্টস, রাইজিং স্টার ক্লাব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি, শতদল জুনিয়র, সিটি করপোরেশন একাদশ, ব্রাদার্স ইউনিয়ন, কোয়ালিটি স্পোর্টস ক্লাব, শতদল ক্লাব।

খেলাগুলো হবে এমএ আজিজ ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। 

এবার প্রিমিয়ার লিগে প্রতিটি দল চট্টগ্রামের বাইরের সাত জন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে। তবে প্রতি ম্যাচে কোনো দল বাইরের খেলোয়াড় খেলাতে পারবে সর্বোচ্চ তিনজন।

কোনো বিদেশি খেলোয়াড় এই লিগে খেলতে পারবে না বলে জানান আকবর।

সিজেকেএসের আয়োজনে এবারের প্রিমিয়ার লিগের আর্থিক পৃষ্ঠপোষকতায় থাকছে ইস্পাহানী গ্রুপ অব কোম্পানিজও।

সংবাদ সম্মেলনে ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজের মহাব্যবস্থাপক মিনহাজ উদ্দিন জানান, লিগের মোট বাজেট ১৭ লাখ টাকার মধ্যে নয় লাখ টাকা তারা দেবে।