এবার মুশফিকের ব্যাটে শতক

ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে ৭২ রান করে আউট হয়েছিলেন মুশফিকুর রহিম। দ্বিতীয় ম্যাচে আর সেই ভুলের পুনরাবৃত্তি করেননি। ঠিকই তুলে নিয়েছেন শতক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2016, 06:59 AM
Updated : 28 April 2016, 06:59 AM

বৃহস্পতিবার বিকেএসপি ৩ নম্বর মাঠে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ১০৪ রানের দারুণ এক ইনিংস খেলেছেন মুশফিক। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে মুশফিকের এটি সপ্তম শতক।

টি-টোয়েন্টিতে গত কিছুদিনে বড় রান না পেলেও ৫০ ওভারের সংস্করণে বরাবরই দেশের অন্যতম সেরা মুশফিক। বাংলাদেশের সবশেষ ওয়ানডে সিরিজেও করেছিলেন শতক। এবার প্রিমিয়ার লিগের শুরুটাও করলেন দারুণ।

প্রথম ম্যাচের মতো এদিনও মোহামেডান দ্রুত ২ উইকেট হারানোর পর উইকেটে গিয়েছিলেন মুশফিক। দলকে বলতে গেলে একাই টেনেছেন মোহামেডান অধিনায়ক।

উইকেটে যাওয়ার খানিক পরই ডানা মেলেন সোহরাওয়ার্দী শুভকে ছক্কা মেরে। পঞ্চাশ স্পর্শ করার আগে আরও দুটি ছক্কা আল আমিন ও মুমিনুল হককে।

মুমিনুলকে আরেকটি ছক্কা মেরেই অর্ধশতক স্পর্শ করেন ৫৭ বলে। মাইলফলক উদযাপন করেন পরের দুই বলেই বাউন্ডারি মেরে। পরে অফ স্পিনার এনামুল হককে বেছে নিয়েছেন পঞ্চম ছক্কার জন্য।

একটু সাবধানে খেলেছেন শতকের কাছে গিয়ে। এনামুলের বলেই সিঙ্গেল নিয়ে তিন অঙ্ক ছুঁয়েছেন ১০৫ বলে। আউট হয়ে গেছেন অবশ্য শতকের পরপরই। শ্রীলঙ্কান অলরাউন্ডার চতুরঙ্গা ডি সিলভার বলে ক্যাচ দিয়েছেন প্রতিপক্ষ অধিনায়ক নাদিফ চৌধুরিকে (১০৮ বলে ১০৪)।

মুশফিক ছাড়া পঞ্চাশ ছুঁতে পারেননি দলের আর কেউ। শেষ দিকে ৩৫ বলে অপরাজিত ৪২ করেছেন আরিফুল হক। ৫০ ওভারে মোহামেডান করেছে ৯ উইকেটে ২৪৭।