মুস্তাফিজের অপেক্ষায় উপুল থারাঙ্গা

আইপিএলে জাদুকরী বোলিং করা মুস্তাফিজুর রহমান ঢাকা প্রিমিয়ার লিগে ফিরলে মোহামেডানের বোলিং আক্রমণ আরও ধারালো হবে বলে মনে করছেন উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গা। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2016, 01:17 PM
Updated : 28 April 2016, 11:37 AM

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে খেলছেন মুস্তাফিজ। টুর্নামেন্টে দলের খেলা শেষ হলেই দেশে ফিরবেন ২০ বছর বয়সী এই পেসার। ঢাকা প্রিমিয়ার লিগের শেষের দিকে কয়েকটি ম্যাচে তাকে পেতেও পারে মোহামেডান।
 
সুপার লিগের শেষের দিকে মুস্তাফিজকে পাওয়ার আশায় মুস্তাফিজকে দলে নেয় মোহামেডান। নতুন পেস বোলিং সেনসেশন সে সময়ে পার্থক্য গড়ে দিতে পারেন। 
 
এখনও সরাসরি মুস্তাফিজের খেলা দেখা হয়নি মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলা শ্রীলঙ্কার বাঁহাতি ব্যাটসম্যান থারাঙ্গার। তবে গত এক বছর ধরে দুর্দান্ত বোলিং করা তরুণের সামর্থ্য নিয়ে জানেন তিনি। 
 
“টিভিতে তার খেলা দেখছি, আইপিএলে সে জাদুকরী বোলিং করে চলেছে। আমরা যদি তাকে পাই, তাহলে দলের শক্তি আরো অনেক বাড়বে।”
 
আইপিএলের প্রাথমিক পর্ব শেষ হবে ২২ মে, ফাইনাল ২৯ মে। ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হয়েছে গত ২২ এপ্রিল থেকে। অতীতে অনেকবারই নানা কারণে দীর্ঘসূত্রতা দেখা গেছে প্রিমিয়ার লিগে। তার ওপর এবার লিগ হচ্ছে বৃষ্টির মৌসুমে। সুপার লিগের শেষ পর্যায়ে মুস্তাফিজের খেলার সম্ভাবনা তাই বেশ ভালোভাবেই থাকছে।