উইকেটবিহীন মুস্তাফিজ, ব্যাটিং ব্যর্থতায় হারল দল

পাঁচ ম্যাচ পর আইপিএলে প্রথম উইকেটশূন্য থাকলেন মুস্তাফিজুর রহমান। টানা তিন ম্যাচ জয়ের পর ব্যাটিং ব্যর্থতায় হারল তার দল সানরাইজার্স হায়দরাবাদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2016, 06:50 PM
Updated : 26 April 2016, 06:50 PM

বোলারদের লড়াই করার মত পুঁজিই এনে দিতে পারেনি হায়দরাবাদের ব্যাটসম্যানরা। একপ্রান্ত আগলে ছিলেন শিখর ধাওয়ান; আরেক প্রান্তে ব্যাটসম্যানদের আসা-যাওয়া। বৃষ্টিতে দেরিতে শুরু হওয়া ম্যাচে ২০ ওভারে ৮ উইকেটে ১১৮ রান তুলতে পারে হায়দরাবাদ।

৫৬ রানে অপরাজিত থাকেন ধাওয়ান। শেষ দিকে ৮ বলে ২১ করেন ভুবনেশ্বর কুমার। মৌসুমে প্রথম ম্যাচ খেলতে নেমে অশোক দিন্দা নেন ২৪ রানে ৩ উইকেট।

রাইজিং পুনে সুপারজায়ান্টস ১১ ওভারে ৩ উইকেটে ৯৪ রান তোলার পর আবার বৃষ্টিতে বন্ধ হয় খেলা। ডাকওয়ার্থ-লুইসে ৩৪ রানে জিতে যায় মহেন্দ্র সিং ধোনির দল।

২ ওভার বোলিং করে মুস্তাফিজ দিয়েছেন ২১ রান। দ্বিতীয় বলেই দারুণ এক অফ কাটারে বিভ্রান্ত করেছিলেন স্টিভেন স্মিথকে। তবে পরে স্মিথ তাকে খেলেছেন দারুণ। মুস্তাফিজের ২ ওভারে মেরেছেন চারটি বাউন্ডারি। ৭ চারে ৩৬ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।

মুস্তাফিজদের পরের ম্যাচ আগামী শনিবার, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে।