মুস্তাফিজ মজাপ্রিয়, কঠোর পরিশ্রমী: ভুবনেশ্বর

মাত্রই তখন ৪ উইকেট নিয়ে মাঠের বাইরে এসেছেন ভুবনেশ্বর কুমার। কিন্তু টিভি সাক্ষাৎকারে নিজের বা দলের চেয়ে বেশি কথা বলতে হলো মুস্তাফিজুর রহমানকে নিয়ে!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2016, 04:56 PM
Updated : 21 April 2016, 08:01 PM

শেষ ওভারে ৩ উইকেট নিয়ে গুজরাট লায়ন্সের বিপক্ষে সানরাইজার্স হায়দাবাদের সফলতম বোলার ভুবনেশ্বর (৪/২৯)। কিন্তু সফল মানেই তো সবসময় সেরা নয়! ধারাভাষ্যে সাবেক নিউ জিল্যান্ড পেসার সাইমন ডুল যেমন বললেন, উইকেট ভুবনেশ্বর বেশি পেলেও সানরাইজার্সের সেরা বোলার ছিলেন মুস্তাফিজই।

এবারের আইপিএলে নিজের সবচেয়ে কিপটে বোলিং করেছেন মুস্তাফিজ বৃহস্পতিবার। রাজকোটে গুজরাটের বিপক্ষে ৪ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। নিজের প্রথম ওভারেই দুবার কাটারে বোকা বানিয়েছেন ব্রেন্ডন ম্যাককালামকে। মুস্তাফিজকে খেলতে ভুগেছেন অন্যরাও।

ইনিংস বিরতিতে টিভি সাক্ষাৎকারে ভুবনেশ্বর কথা বললেন তার সতীর্থ বোলিং-বিস্ময়কে নিয়ে।

“ওর (মুস্তাফিজ) বোলিং অ্যাকশন একটু ভিন্ন, স্লোয়ার বল পড়তে পারা খুব কঠিন।”

ড্রেসিং রুমের ও অনুশীলনের মুস্তাফিজকেও তুলে আনলেন ভুবনেশ্বর।

“সে দারুণ মজাপ্রিয়, ড্রেসিংরুমে মজা করে অনেক সবসময়। হিন্দি বা ইংরেজি জানে না বলে সেভাবে কথা বেশি বলে না। তবে যখন বলে, ক্রিকেট নিয়েই কথা বলে। এমনিতে দারুণ। কঠোর পরিশ্রমও করে সে।”