শাস্তির মুখে রুবেল

চোট পুনর্বাসনের নির্দেশনা অনুসরণ না করায় শাস্তি হতে পারে রুবেল হোসেনের। সন্তোষজনক জবাব দিতে না পারলে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদও পড়তে পারেন এই পেসার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2016, 03:37 PM
Updated : 22 Feb 2016, 05:57 PM

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির সভা শেষে সভাপতি নাজমুল হাসান জানান, নতুন কেন্দ্রীয় চুক্তিতে আপাতত রাখা হয়নি রুবেলকে।

“আগের সবাই আছে, শুধু রুবেল ছাড়া। চোট থেকে ফেরার জন্য তাকে যে নির্দেশনা দেয়া হয়েছিল, সেটা রুবেল অনুসরণ করেনি।”

চোটের জন্য গত জুলাইয়ের পর থেকে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি রুবেল। গত সেপ্টেম্বরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারতে খেলার সময় আবার চোটে পড়েন এই পেসার।

চোট কাটিয়ে বিপিএলে সিলেট সুপার স্টার্সের হয়ে ছয়টি ম্যাচ খেলেন তিনি। তবে আবার চোটে পড়ায় ডিসেম্বরের পর থেকে মাঠের বাইরেই আছেন বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতির এই পেসার। এশিয়া কাপ ও বিশ্বকাপেও খেলা হচ্ছে না তার। 

বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে রুবেলকে।

“তার জায়গায় এখনো কাউকে নেয়া হয়নি। কারণ দর্শানোর নোটিশে সে যদি সন্তোষজনক উত্তর দিতে পারে, তবে সে চুক্তিতে ঢুকবে। না হলে সে বাদ যাবে।”